বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফটে পুরান-ডু প্লেসিস-হেলসদের নাম

0
216

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের আসন্ন মৌসুমের তোড়জোর চলছে। আসন্ন আসরের জন্য প্লেয়ার্স ড্রাফটে বিদেশি ক্রিকেটারদের তালিকায় দেখা গেছে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারদের নাম।

বিগ ব্যাশের আগামী আসরের জন্য প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন নিকোলাস পুরান। এই ক্যারিবিয়ান তারকা বেশ ফর্মে আছেন। সম্প্রতি মেজর লিগ ক্রিকেটের ফাইনালে এমআই নিউইয়র্কের হয়ে ১৩৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। দলকে চ্যাম্পিয়ন করতে রেখেছেন ভূমিকা। পুরানের অতীতে পারফর্ম করার অভিজ্ঞতা আছে বিগ ব্যাশে। সবশেষ ২০২০-২১ মৌসুমে খেলেছেন। বিরতি দিয়ে আবারও ফেরার অপেক্ষায় আছেন এখন।

শুধুমাত্র পুরানই নয়, প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া ইংল্যান্ডের অ্যালেক্স হেলসও। এই ইংলিশ তারকা ব্যাটারের অতীতেও খেলার অভিজ্ঞতা আছে বিগ ব্যাশে। অ্যালেক্স ছাড়া আরেক ইংলিশ তারকা লরি ইভান্স আছেন আলোচনায়। গেল বিগ ব্যাশ চলাকালীন ডোপ টেস্টে পজেটিভ হয়ে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তবে আবারও ক্রিকেটে ফিরেছেন।

এর বাইরে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস, রাইলি রুশো, নিউজিল্যান্ডের কলিন মুনরোরা নাম দিয়েছেন বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফটে। তারা এবারের ড্রাফটে আলাদাভাবে নজর কাড়বেন, ধারণা করা হচ্ছে।

আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের ২০২৩-২৪ মৌসুমের প্লেয়ার্স ড্রাফট।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here