বিগ ব্যাশে খেলবেন না স্টার্ক

0
7

স্পোর্টস ডেস্কঃ বিগ ব্যাশ আসরকে সামনে রেখে ধীরে ধীরে দল তৈরি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের আসর হতে যাচ্ছে করোনাভাইরাসের সব বিধি-নিয়ম থেকে মুক্ত এক আসর। যার ফলে সবারই আশা, অধিক সংখ্যক তারকা ক্রিকেটার অংশ নেবেন এবার।

জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ দেখা মিলবে বেশ। এজন্য আগামী বছরের শুরুতে হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজও স্থগিত করার চেষ্টা চলছে। তবে এতকিছুর পর বিগ ব্যাশে একটা ছেদ পড়েছে। এবারের আসরে খেলবেন না মিচেল স্টার্ক।

এই তারকা পেসার অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়েই পূর্ণ মনোযোগ দিতে চান এখন। যার জন্য বিগ ব্যাশে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সবশেষ ২০১৪-১৫ মৌসুমে সিডনি সিক্সার্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন বাঁহাতি পেসার। এরপর থেকেই আর বিগ ব্যাশে দেখা যায়নি তাকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সহ অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেই দেখা মিলে না এই পেসারের।

মূলত জাতীয় দলের হয়ে ব্যস্ত সূচিই এর কারণ। সামনে দুই ফরম্যাটে দুটি বিশ্বকাপ, এর মাঝে আছে বেশ কিছু সিরিজ। এতকিছুর মাঝে পরিবারকে সময় দেওয়ার সুযোগ কমে যাবে যদি বিগ ব্যাশে খেলতে হয়। সব চিন্তা করেই তাই এই সিদ্ধান্ত নিয়েছেন মিচেল স্টার্ক।

এই প্রসঙ্গে ৩২ বছর বয়সী স্টার্ক বলেন, ‘যখন খেলতাম, আমি অনেক উপভোগ করেছি বিগ ব্যাশ। কিন্তু গেল সাত বছরে আইপিএল, বিগ ব্যাশসহ সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যাপারে আমার অবস্থান এক। অস্ট্রেলিয়ার সূচিতে সব মনোযোগ আমার।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here