স্পোর্টস ডেস্কঃ সবশেষ বিগ ব্যাশ লিগে (বিবিএল) চ্যাম্পিয়ন হয় ব্রিসবেন হিট। আর সেই দলকে চ্যাম্পিয়ন করতে বড় অবদান রেখেছেন জশ ব্রাউন। সেঞ্চুরি হাঁকানো সেই ক্রিকেটার এবার পরিবর্তন করেছেন দল। চ্যাম্পিয়ন ব্রিসবেনের ঢেরা ছেড়ে নাম লিখিয়েছেন নতুন দলে। কিছুদিন আগে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলে যাওয়া এই ক্রিকেটারকে দেখা যাবে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠ মাতাতে।
আগামী দুই বছরের জন্য মেলবোর্ন রেনেগেডসের সাথে চুক্তি করেছেন ব্রাউন। তাকে মূলত অ্যারন ফিঞ্চের পরিবর্তে দলে ভেড়ানো হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে যাওয়া অ্যারন ফিঞ্চ, অবসর নিয়েছেন বিগ ব্যাশ থেকেও। আর তাই ব্রাউনকে বদলি হিসেবে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। রেনেগেডসে ইনিংস উদ্বোধন করতে নামবেন ব্রাউন।
রেনেগেডসে যোগ দিয়ে রোমাঞ্চিত ব্রাউন। একইসাথে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সদ্য সাবেক দল ব্রিসবেন হিটের প্রতিও। তিনি বলেন, ‘হিটের সঙ্গে সময়টা উপভোগ করেছি। তারাই আমাকে সুযোগ করে দিয়েছিল, যার জন্য সবসময় কৃতজ্ঞ থাকবো তাদের কাছে। তাদের হয়ে শিরোপা জেতার স্মৃতিগুলোও সারাটা জীবন বয়ে বেড়াব।
‘তবে একইসাথে আমি নতুন চ্যালেঞ্চের জন্যও রোমাঞ্চিত। এবং আশা করছি রেনেগেডসের হয়েও একই ধরনের সাফল্য পাব।’ যোগ করেন ব্রাউন।
Discussion about this post