বিগ ব্যাশে পাকিস্তানের তিন তারকা!

0
16

স্পোর্টস ডেস্ক:: অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ফ্র্যাঞ্চাইজিদের নজর কেড়েছেন পাকিস্তান ক্রিকেট সময়ের সেরা তিন তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদী। বিগ ব্যাশের আগামি আসরে এই তিন পাকিস্তানকে দেখা যেতে পারে। অজি গণমাধ্যম এমন প্রতিবেদনই দিয়েছে।

দুর্দান্ত ফর্মে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, সহ-অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও পেসার শাহীন শাহ আফ্রিদী। ক্রিকেটের বাইজ গজে দারুণ সময় কাটাচ্ছেন এই তারকা ক্রিকেটাররা। তাদের প্রতি আগ্রহ তাই বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজিরই। অজি গণমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে তাদেরকে আগামি বিগ ব্যাশে দেখা যেতে পারে।

বিগ ব্যাশের আগামি আসরের প্লেয়ার্স ড্রাফট ২৮ আগস্ট হবেও বলে জানিয়েছেন গণমাধ্যম। আসর শুরু হবে ১৩ ডিসেম্বর থেকে। প্লেয়ার্স ড্রাফটে তুলা হবে বাবর, রিজওয়ান-শাহীনদের নাম। সেখান থেকেই ফ্র্যাঞ্চাইজিরা কিনতে পারবেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটারদেরকে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পাকিস্তানের এই তারকা বিগ ব্যাশে খেলে সেটা সবার আগ্রহ বাড়িয়ে দেবে। যদিও গতবার তাদেরকে প্লেয়ার্স ড্রাফটে চাইছিলো বিগ ব্যাশ কর্তৃপক্ষ। কিন্তুু সেটা সম্ভব হয়নি। আশা করা হচ্ছে এবার এই তারকা বিগ ব্যাশ খেলবেন। তাদের সঙ্গে আয়োজকেরা যোগাযোগ করছেন।

পাকিস্তানের ক্রিকেটাররা এর আগেও বিগ ব্যাশে খেলেছেন। দেশটির তারকা হারিস রউফ ও অলাউন্ডার শাদাব খানের বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা আছে। আগামি আসরের নিলামে বাবর, রিজওয়ান ও শাহীন আফ্রিদীদের সঙ্গে এই দু’জনও থাকবেন ড্রাফটে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here