স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন এবার দল পেলেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে। চতুর্থ রাউন্ডের ড্রাফট থেকে রিশাদকে দলে টেনেছে হোবার্ট হারিকেনস। রোববার সকালে শুরু হওয়া ড্রাফটের ২৮ নম্বর ডাকে বাংলাদেশের এই তারকাকে দলে ভেড়ায় দুই বারের রানারআপ দলটি।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের অন্যতম বড় আসর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ। পরবর্তী আসর শুরু হওয়ার আগে প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন মোট ৯ বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে হোবার্টে ডাক পেলেন রিশাদ। এই দলে তিনি সতীর্থ হিসেবে পাবেন ম্যাথু ওয়েড, নাথান এলিস, ক্রিস জর্ডানের মতো তারকাদের। চলতি বছরের ১৫ ডিসেম্বর শুরু হবে মেন্স বিগ ব্যাশের ১৪তম সংস্করণ।
এদিকে এখন পর্যন্ত বিগ ব্যাশে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছেন সাকিব। তবে তিনিও ২০১৫-এর পর থেকে অস্ট্রেলিয়ার লিগে খেলেননি। ২০১৪ বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের জার্সিতে দুই ম্যাচ খেলেন সাকিব। পরের মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে আরও ৪ ম্যাচ খেলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। এদিকে সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলবেন রিশাদ।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছেন রিশাদ। ২২ বছর বয়সী এই লেগ স্পিনারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গত বছরের মার্চে। এখন পর্যন্ত ২৪ ম্যাচ খেলে ২৯ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ৩ ওয়ানডে খেলে পেয়েছেন ১ উইকেট। শেষের দিকে ব্যাটিংয়ে পার্থক্যও গড়ে দিতে পারেন এই অলরাউন্ডার। এদিকে রিশাদ এবারের বিগ ব্যাশে থাকবেন ৬ থেকে ৯টি ম্যাচ ও ফাইনালের জন্য। ড্রাফটে নাম লেখানোর সময়ই জানানো হয় তার খেলার সময়সীমা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০