নিজস্ব প্রতিবেদক:: বাঙালির মহান বিজয় দিবসের সকালে ক্যারিবিয়ান দ্বীপ থেকে এসেছে জয়ের খবর। দীর্ঘ দেড় দশক পর ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে টি-২০ ক্রিকেটে হারিয়েছে বাংলাদেশ। বিজয়ের দিনে বিজয় উৎসব মেতেছে বাংলার মেয়েরা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছে।
কুয়ালালামপুরে বাংলার মেয়েরা লঙ্কান মেয়েদের হারিয়েছে ২৮ রানের ব্যবধানে। আগে ব্যাট করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ১২২ রান তুলে। জবাবে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল ৯৪ রান তুলতে সমর্থ হয়।
টি-২০ ফরম্যাটের ম্যাচটি বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসে। টস হেরে আগ ব্যাট করতে নামা বাংলাদেশ নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১২২ রান তুলে। দলের পক্ষে সাদিয়া আক্তার ইনিংস সর্বোচ্চ ৩১ রান করেন করেন। আফিয়া আসিমার করন দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান। ২৪ রান আসে সুমাইয়া আক্তারের ব্যাট থেকে।
১২৩ রানের টার্গেটে খেলতে নামা শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেটে মাত্র ৯৪ রান তুলতে সমর্থ হয়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ২১ রান করেন সানাজান। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন রাসমিকা। ১৬ রান আসে লিমানসার ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে সুমাইয়া আক্তার ৩টি, ফারজানা ইয়াসমিন ও নিশিতা আক্তার ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০