বিজয়ের দেড়শর পর সাকিবের ৪ উইকেট, আবাহনীর জয়রথ চলছেই

0
70

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডের জয়রথ চলছেই। এবার শক্তিশালী প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১৪১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আকাশী-নীলরা। আসরে টানা ছয় জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে লিজেন্ডস অব রূপগঞ্জকে রান রেটে টপকে শীর্ষে চলে আসলো আবাহনী। দুই দলেরই সমান ম্যাচে, সমান জয়ে, সমান ১২ পয়েন্ট।

সাভারের বিকেএসপিতে আবাহনীর দেওয়া ৩৩৭ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ হয় প্রাইম ব্যাংকের। কিন্তু ৫.১ ওভার স্থায়ী ৩৬ রানের উদ্বোধনী জুটি ভেঙে বিশাল চৌধুরি ফিরলে, ভেঙে পড়া শুরু প্রাইম ব্যাংকের। একশ রানের আগেই পাঁচ উইকেট হারিয়ে বসে দলটি। এরপর ৩৩ রানের জুটি গড়ে ইয়াসির আলি রাব্বি ও করিম জানাত বিপর্যয় খানিকটা সামাল দেন।

করিমের বিদায়ে ভাঙে সেই জুটি। এরপর অলক কাপালিকে সাথে নিয়ে ৪৩ রানের জুটি গড়েন রাব্বি। দুজনের সেই জুটি ভাঙার পর আর লড়াই করতে পারেনি প্রাইম ব্যাংক। শেষ পর্যন্ত ৩৭.৫ ওভারে মাত্র ১৯৫ রানে অলআউট হয়ে পড়ে দলটি। দুইশর আগেই অলআউট হয়ে বিশাল হার দেখে প্রাইম ব্যাংক।

দলের পক্ষে ৪৮ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৫ রান করেন ইয়াসির আলি। নাসির হোসেনের ব্যাট থেকে ২৮ ও শাহদাত হোসেন দিপুর ব্যাট থেকে ২৫ রান আসে।

আবাহনীর হয়ে তানজিম হাসান সাকিব ৮ ওভারে ১ মেইডেনসহ ৩৪ রান খরচায় একাই শিকার করেন ৪ উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রানের বিশাল পুঁজি পায় আবাহনী। দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখ এদিনও ছিলেন দুর্দান্ত। ১৮৩ রানের উদ্বোধনী জুটি গড়েন ৩১.৫ ওভারে। এর আগেও আসরে দারুণ কিছু জুটি গড়েছিলেন তারা। নাঈমের বিদায়ে ভাঙে তাদের সেই জুটি। মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করা নাঈম ১০২ বলে খেলেছেন ৯৪ রানের ইনিংস। ৯ চার ও ৫ ছক্কায় সাজান নিজের ইনিংসটি।

এরপর দ্বিতীয় উইকেটে আফিফকে সাথে নিয়ে ১০৯ রানের আরও একটি দারুণ জুটি গড়েন বিজয়। তার বিদায়েই ভাঙে জুটিটি। ওপেনার বিজয় থেমেছেন ১৫৩ রানের ঝলমলে ইনিংস খেলে। লিস্ট ‘এ’ ১৮তম আর চলতি আসরে তৃতীয় সেঞ্চুরির ইনিংস বিজয় সাজান ১২৭ বলে ১৩ চার ও ৫ ছক্কার মারে। দেড়শ পার করা ইনিংস খেলে আরও একবার আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের ইঙ্গিত দিচ্ছেন এই ডানহাতি ব্যাটার।

ফিফটি হাঁকিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। ৪ বাউন্ডারি ও ২ ছয়ে ৪৭ বলে ৫৩ রান করেছেন এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার। এই তিন জনের বাইরে আর কেউ বড় রান করতে পারেননি। ১৬ রানের ছোট ক্যামিও খেলে অপরাজিত ছিলেন জাকের আলি অনিক।

প্রাইম ব্যাংকের হয়ে করিম জানাত ৪টি ও রুবেল হোসেন ২টি উইকেট শিকার করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here