নিজস্ব প্রতিবেদকঃ ২৫তম জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় স্তরের ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন খুলনা বিভাগের এনামুল হক বিজয়। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ১১০ রানের ইনিংস খেলেছেন এই ওপেনার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে খুলনা করেছে ২৮৫ রান, পেয়েছে ৪৩ রানের লিড।
১ উইকেটে ২০ রান নিয়ে দিনের খেলা শুরু করা খুলনার ব্যাটিংয়ের মূল ক্ষতিটা করেন স্পিনার নাঈম হাসান।তবে এনামুল হক ও জিয়াউর রহমানের সপ্তম উইকেটে ১৩৭ রানের জুটি গড়েন লিড এনে দেন দলকে।। ওপেনিংয়ে নামা এনামুল ১৬৬ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় প্রথম শ্রেণির ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরির ইনিংসটি সাজান। তাঁকে সঙ্গ দেওয়া জিয়াউর রহমান ১২৭ বলে করেন ৮৪ রান।
অফ স্পিনে চট্টগ্রামের নাঈম ৫ উইকেট নেন ১০৬ রান দিয়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে অবশ্য এখনও লিড নিতে পারেনি চট্টগ্রাম। ৩ উইকেট হারিয়ে ৩৮ রান তুলে দিনের খেলা শেষ করেছে তারা। ক্রিজে টিকে আছেন সৈকত আলী এবং ইরফান শুক্কুর। খুলনার হয়ে ২ উইকেট শিকার করেছেন আল-আমিন হোসাইন। রানের খাতা খোলার আগে ফিরেছেন মুমিনুল হক ও পিনাক ঘোষ। এর আগে নিজেদের প্রথম ইনিংস দলটি করে ২৪২ রান।