নিজস্ব প্রতিবেদকঃ জয় দিয়েই ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের মৌসুম শুরু করলো আবাহনী লিমিটেড। নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ১২৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আসরের অন্যতম ফেবারিটরা। এদিন এনামুল হক বিজয় পেয়েছেন সেঞ্চুরির দেখা, জবাবে ব্রাদার্সের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন মিজানুর রহমানও। তবে এরপরও জিততে পারেনি দলটি।
মিরপুরের হোম অব ক্রিকেটে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭২ রানের পাহাড়সম সংগ্রহ পায় আবাহনী। বিজয় ও নাইম শেখ উদ্বোধনী জুটিতে তুলেন ১৫৭ রান। ২৫.৩ ওভার স্থায়ী জুটি ভাঙে নাইম আউট হলে। মারমুখী নাইম ১২ চার ও ১ ছয়ে ৮৫ রান করে আউট হন সাব্বির হোসেনের বলে। আবাহনীর এই বাঁহাতি ওপেনার সেঞ্চুরি হাতছাড়া করলেও ঠিকই সেঞ্চুরি তুলে নেন বিজয়। ১০৯ বলে ৪ টি করে চার ও ছয়ে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি বিজয়ের ১৬ নম্বর সেঞ্চুরি। এই ফরম্যাটে ৩১ টি ফিফটি আছে তার। শেষমেশ ৬টি করে চার ও ছয়ে ১১৮ বলে ১২৩ রান করে থেমেছেন তিনি। তিনে নামা মাহমুদুল হাসান জয় (৪) রান পাননি। আফিফ হোসেন চার নেমে ভালো ইনিংস খেলেছেন। ৬৫ রানের ইনিংস খেলে বিদায় নেন এই বাঁহাতি। তিনি ৪৭ বলে ৫টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া মোসাদ্দেক হোসেন ২৭ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। জাকের আলী ১১ বলে যোগ করেন ২৬ রান। ৩টি ছক্কা আসে তার ব্যাট থেকে।
ব্রাদার্সের হয়ে ৩ উইকেট নেন সাব্বির হোসেন। ২ উইকেট শিকার করেছেন মানিক খান।
৩৭৩ রানের বিশাল লক্ষ্য টপকাতে গিয়ে শুরুটা ভালো ছিল ব্রাদার্সের। তবে এমন লক্ষ্যে যেভাবে আক্রমণাত্বক বা তেড়েফুরে ক্রিকেট খেলা দরকার, সেটা পাওয়া যায়নি। যার ফলে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৮ রানের বেশি করতে পারেনি দলটি। দলের পক্ষে অধিনায়ক মিজানুর সর্বোচ্চ ১০২ রানের ইনিংস খেলেন। লিস্ট ‘এ’ ক্রিকেটের পঞ্চম সেঞ্চুরিটি মিজানুর সাজান ১১৬ বলে ১১ বাউন্ডারি ও ২ ছক্কার মারে। ৯৯ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ রান করেন মাইশুকুর রহমান।
আবাহনীর হয়ে রিপন মণ্ডল ও তানভীর ইসলাম ২টি করে উইকেট শিকার করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা