নিজস্ব প্রতিবেদক:: সফরকারী ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ দল। সাকিব আল হাসানের নেতৃত্বে দেওয়া দলে আছেন এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভরাও। চোটের কারণে টেস্ট দলে নেই ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে।
দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান। মুশফিকুর রহমি, তাইজুল ইসলাম, তাসকিন আহমদরাও আছেন টেস্ট স্কোয়াডে। চোটের কারণে ওয়ানডে সিরিজ মিস করেছেন স্পিড স্টার তাসকিন।
আগামি ১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্টটি শুরু হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ইতিমধ্যে বাংলাদেশ ও ভারত দল চট্টগ্রামে পৌঁছেছে।
আগামি ১০ ডিসেম্বর চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি হবে। এরপরই শুরু হবে টেস্ট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে লিটন কুমার দাসের দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিবই নেতৃত্ব দেবেন।
বাংলাদেশ টেস্ট দল:: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলি চৌধুরী, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমদ, সৈয়দ খালেদ আহমদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা, এনামুল হক বিজয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০