স্পোর্টস ডেস্কঃ আইপিএলে প্রথমবার দুইশ ছাড়ানো সংগ্রহ পেল গুজরাট টাইটান্স। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আগে ব্যাট করে ২০৪ রান করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। রোববার ঘরের মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে ঝড়ো ব্যাটিং করেছে সাই সুদর্শন-বিজয় শঙ্কর। দুজনের ফিফটিতে পাহাড়সম পুঁজি পেয়েছে গুজরাট।
নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া ছাড়া খেলতে নামা গুজরাট শুরুটা পায় দুর্দান্ত। ঋদ্ধিমান সাহা-শুভমান গিল ৩১ রানের প্রথম উইকেট জুটি গড়েন। ১৭ বলে ১৭ রান করে আউট হন সাহা। এরপর সুদর্শনকে নিয়ে জুটি গড়েন গিল। ৩১ বলে ৩৯ রান করেন এই ওপেনার। অভিনাভ মনোহর ৮ বলে করে ১৪ রান।
৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেন সুদর্শন। ৩ চার ও ২ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন বিজয়। মাত্র ২১ ফিফটি করা এই ব্যাটার ৬৩ রানে অপরাজিত ছিলেন। ৫ ছক্কা ও ৪ চার হাঁকান তিনি। এর মধ্যে শেষ ওভারে শার্দুল ঠাকুরকে তিনি ৩ ছক্কা মারেন। কলকাতার হয়ে ৩ উইকেট নিয়েছেন সুনিল নারাইন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০