বিজেএমসিকে হারালো চট্টগ্রাম আবাহনী

0
28

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে সিলেট জেলা স্টেডিয়ামে বিজিএমসিকে ৩-১ গোলে হারিয়েছেচট্টগ্রাম আবাহনী। সেই সাথে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠলো চট্টলার দলটি।

লিওনেল সেইন্ট প্রিক্সের জোড়া গোলের সুবাধে জয় পায় চট্টগ্রাম আবাহনী। শনিবার দিনের প্রথম ম্যাচের ১৩ মিনিটের মাথায় প্রথম আক্রমণ চালায় চট্টগ্রাম আবাহনী। ডিবক্সের ভেতর সোহেল রানার পাস থেকে বল পেয়ে জাহিদ হাসান শট নিলে তা দক্ষতার সঙ্গে প্রতিহত করতে ভুল করেননি বিজেএমসির গোল কিপার সোহেল।

মিনিটখানেক পর ফের বাম প্রান্ত থেকে বিজেএমসির দূর্গে  আঘাতের চেষ্টা করেন আবাহনী হাইতির রিক্রুট লিওনেল। কিন্তু তার বাড়িয়ে দেওয়া বলটি কাজে লাগাতে পারেননি অধিনায়ক মামুনুল ইসলাম।  বক্সের ভেতর থেকে নেওয়া শটটি গোল পোস্টে লেগে বাইরে চলে যায়।

খেলার আধাঘণ্টার মাথায় ডান প্রান্তে সতীর্থের কাছে থেকে বল পেয়ে বিজেএমসির ডি-বক্সে  ঢুকে পড়েন সোহেল রানা। তবে এ যাত্রাও বলটি কাজে লাগাতে পারেননি।

এভাবে প্রথমার্ধের ৪৫ মিনিটে দু’দল কোনো গোল করতে পারেনি। এরপর ম্যাচের নাটকীয়তা শুরু হয় অতিরিক্ত সময়ে।

প্রথম মিনিটেই জাহিদের কর্ণার থেকে হেড করে গোল করে বসেন আবাহনীর বিদেশি খেলোয়াড় লিওনেল।

কিন্তু প্রথমার্ধে শেষ বাঁশি বাজার আগেই শান্তিতে ছিল না আবাহনীর খেলোয়াড়রা।  প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগেই টিম বিজেএমসির জাকির হোসেন আচমকা প্রতিপক্ষের সীমানায় ঢুকে গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করে সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে খেলায় উভয় দল আক্রমন-পাল্টা আক্রমনে যায়। তবে আক্রমনের দিক থেকে এগিয়ে ছিল আবাহনী। ম্যাচের ৬৮ মিনিটে বদলী খেলোয়াড় ইব্রাহিমের দুর্দান্ত একটি শট থেকে করা গোলে লাইন ২-১ গোলে এগিয়ে যায় আবাহনী। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে লিওনেল সেইন্ট প্রিক্স এর দ্বিতীয় গোলে ৩-১ গোলে জয় নিয়ে আবাহনী মাঠ ত্যাগ করে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here