স্পোর্টস ডেস্ক:: ২০১৫ সাল থেকে জাতীয় দলের বাইরে ছিলেন এনামুল হক বিজয়। অবশেষে তিনি দলে ফিরেছেন, একাদশেও জায়গা করে নিয়েছেন। তবে প্রত্যাশা মতো শুরু করতে পারেননি ঘরোয়া ক্রিকেটের পারফর্মার।
এই ওপেনারকে দলে পেয়ে দারুণ খুশী প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। জানিয়েছেন, তার ব্যাটিং, টেকনিক সবই ভালো লেগেছে তার। এবার সামনে এগিয়ে যাওয়ার পালা। রানের সন্ধানে সফল হওয়ার পালা।
জাতীয় দল থেকে বাদ পড়ার পর নিজেকে নিয়ে অনেক কাজ করেছেন বিজয়। টেকনিকেও উন্নতি ঘটেছে, মানষিকতায়ও এসেছে পরিবর্তন। ফিটনেসেও দারুণ তিনি। প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর নজর তাই কেড়েছেন দ্রুতই। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচ শেষে ডোমিঙ্গো কথা বলেছেন বিজয়কে নিয়ে।
তিনি বলেন, ‘সে প্রথমে টেস্ট দলে এসেছে। এবার টি-২০ খেললো। যেমন দেখলাম ভালো লেগেছে। ভালো টেকনিক, সব সময় রানের সন্ধান করে, উপস্থিতি ইতিবাচক। ভালো ফিল্ডারও যা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বিজয়কে দলে পেয়ে তিনি রোমাঞ্চিত জানিয়ে কোচ রাসেল ডোমিঙ্গো বলেন, ‘দলের এমন খেলোয়াড়ের প্রত্যাবর্তন দারুণ ব্যাপার। বেশ অভিজ্ঞতা ও দারুণ ফর্ম নিয়ে দলে এসেছে সে। তাকে রান করতে হবে। কিছু ভালো শুরুও পেয়েছে। গত কয়েক দিন যা দেখছি, তাতে আমি ওকে নিয়ে রোমাঞ্চিত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০