স্পোর্টস ডেস্কঃ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে মাঠে গড়াতে যাচ্ছে আজ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০টায় শুরু হবে উইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি। এই ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছিলেন দলের অধিনায়ক তামিম ইকবাল।
দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ জয় নিশ্চিত করে তামিম জানিয়েছিলেন, বেঞ্চে থাকা ক্রিকেটারদের পরীক্ষা করতে চান তিনি। প্রয়োজনে নিজেকেও একাদশের বাইরে রাখতে রাজি তিনি। তবে তামিমের সেই আশা সম্ভবত পূরণ হচ্ছে না।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ইঙ্গিত দিয়েছেন, একাদশে পরিবর্তনের সম্ভাবনা একেবারেই কম। আগের দুই ম্যাচে খেলা ক্রিকেটারদের নিয়েই একাদশ সাজাতে পারেন। একাদশে এখনও সুযোগ মেলেনি মূলত এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম ও এবাদত হোসেনের।
এর মধ্যে বিজয় ডানহাতি ব্যাটার হওয়ায় একাদশে সুযোগের সম্ভাবনা কম দেখছেন ডোমিঙ্গো। যিনি কিনা ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) হাজার রানের রেকর্ড গড়ে দলে এসেছেন। ওয়ানডে ফরম্যাটে পারফর্ম করে দলে এসে খেলেছেন টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ। তবে ওয়ানডে ম্যাচেই সুযোগ পাচ্ছেন না। কেননা ক্যারিবিয়ান দলে দুই বাঁহাতি স্পিনার আছে, সেজন্যই। আর তাইজুল ও এবাদতের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনাও কম।
এই প্রসঙ্গে ডোমিঙ্গো বলেন, ‘বিজয়কে খেলাতে পারলে, ভালো লাগবে আমার। তবে সেক্ষেত্রে একাদশে আরেকজন ডানহাতি ব্যাটার বেড়ে যাবে। আমাদের এখানে বাঁহাতি ব্যাটার প্রয়োজন। ব্যাটিং লাইনআপে তাই খুব বেশি পরিবর্তন হবে না সম্ভবত।’
তাইজুল ও এবাদতকে খেলানো প্রসঙ্গে ডোমিঙ্গো বলেন, ‘পিচ কন্ডিশন বাড়তি স্পিনার খেলানোর পক্ষে। কাজেই অন্য একজন পেসার খেলানো কঠিন। কালকের (আজ) ম্যাচে তাই আমি তেমন সম্ভাবনা দেখি না (পরিবর্তনের)।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা