স্পোর্টস ডেস্কঃ সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয় ভারত। এরপরই প্রধান নির্বাচক চেতন শর্মাসহ অন্যান্য নির্বাচকরা চাকরি হারান। এরপর পুনরায় নির্বাচক প্যানেল গঠন করা হয়। তবে চমকে দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড চেতন শর্মাকেই ফের প্রধান নির্বাচক করে।
তবে কিছুদিন যেতে না যেতেই এবার প্রধান নির্বাচকের আসন থেকে পদত্যাগ করলেন চেতন শর্মা। মূলত সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যমের স্টিং অপারেশনে ধরা পড়ে চেতন শর্মার বক্তব্য। যেখানে তিনি মন্তব্য করেন, ভারতের অধিকাংশ ক্রিকেটারই ফিটনেস ধরে রাখতে ইনজেকশন ব্যবহার করেন।
খেলোয়াড়দের ইনজেকশন নেওয়াতে বাধ্য করা হয়। এমনকি যশপ্রীত বুমরাহর মতো ক্রিকেটার ফিটনেস পরীক্ষায় পাশ করতে ইনজেকশন ব্যবহার করেন। এসবের বাইরেও চেতন শর্মা সাবেক বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলির সাথে বিরাট কোহলির সম্পর্ক ও বর্তমান অধিনায়ক রোহিত শর্মার সাথে কোহলির সম্পর্ক নিয়ে বিরুপ মন্তব্য করেন।
তাই চেতন শর্মা চাকরি হারাচ্ছেন, সেটা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। এর মাঝেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন চেতন। সাবেক এই ক্রিকেটার ইতিমধ্যেই বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ বরাবর চিঠি দিয়েছেন। বিসিসিআই তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। যদিও ক্রিকইনফো জানাচ্ছে, এই নিয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনো চাপ প্রয়োগ করা হয়নি। নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন চেতন শর্মা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post