নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংকের বিপক্ষে আম্পায়ারিং বিতর্কের ম্যাচে রানের জোয়ার বইয়ে দিল আবাহনী লিমিটেড। সোমবার আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৩৪১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা। এই ম্যাচে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ৬৯ রানে টিকে যান দলটির ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। এরপর পেয়ে যান চলতি লিগের নিজের প্রথম সেঞ্চুরি।
নাঈম শেখ-এনামুল হক বিজয়ের জুটি থেকে আসে ১১০ রান। বিজয় ৪৫ রানে আউট হলে ভাঙে এই জুটি। নতুন ব্যাটার নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৮৯ রানের জুটি গড়ে সেঞ্চুরি তুলে নেন নাঈম। ৯৭ বলে শতকের দেখা পান এই বাঁহাতি ওপেনার। শেষ পর্যন্ত আউট হন ১০৪ বলে ১০৫ রান করে। ১২টি চার ও ৪টি ছয়ে সাজানো ছিল তার ইনিংসটি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি নাঈমের অষ্টম সেঞ্চুরি। নাঈম ফিরলে শান্ত মাত্র ৭৭ বলে শতকের দেখা পান।
তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে ঝড়ো ফিফটি। শান্ত ১১৮ রান করেন ৮৫ বলে ১৩টি চার ও ৪টি ছক্কায়। লিস্ট ‘এ’ ক্রিকেটে শান্তর এটি ১১তম সেঞ্চুরি। চলতি আসরে প্রথম। তাওহীদ অপরাজিত ছিলেন মাত্র ৩৫ বলে ৬৫ রান করে। ২ চারের সঙ্গে ৪টি ছক্কায় তিনি সাজান নিজের এই ইনিংস। প্রাইম ব্যাংকের হয়ে দুই পেসার হাসান মাহমুদ-রেজাউর রহমান রাজা রান দেন সমান ৭৬ করে। হাসান ২ উইকেট পেলেও রাজার ঝুলিতে জমা হয় ১টি উইকেট।
আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তটি আসে আবাহনীর ইনিংসের ২২তম ওভারে। স্ট্রাইকে তখন দলটির ওপেনার নাঈম। প্রাইম ব্যাংকের পার্টটাইম স্পিনার মোহাম্মদ মিঠুনের ভেতরে ঢোকা ডেলিভারি ব্যাটে লাগাতে পারেন নি নাঈম। বল পেছনের পায়ে লাগতেই জোরাল আবেদন। আউট দেন নি আম্পায়ার। সিদ্ধান্তে নাখোশ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলোয়াড়রা এগিয়ে আসেন প্রতিবাদে। খেলা বন্ধ থাকল কিছুক্ষণ। এরপর খেলা শুরু হলে মাইলফলক স্পর্শ করেন নাঈম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post