স্পোর্টস ডেস্কঃ শুরু হয়ে গেল ইউরো চ্যাম্পিয়নশিপের ২০২৪ সালের আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ড। ঘরের মাঠে স্কটিশদের উড়িয়ে দিয়েছে জার্মানরা। গোল উৎসবে অভিযান শুরু করে অসাধারণ কিছুর বার্তা দিয়ে রাখল তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নরা।
শুক্রবার রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ইউরোর উদ্বোধনী ম্যাচটি ৫-১ গোলে জিতেছে জার্মানি। তাদের গোলগুলো করেন ফ্লোরিয়ান ভিরৎজ, জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ, নিকলাস ফুয়েলখুগ ও এমরে কান। এই ম্যাচে জার্মান মিডফিল্ডার টনি ক্রুস ১০২টির মধ্যে পাস সম্পন্ন করেছেন মোট ১০১টি, যা ১৯৮০ সাল থেকে ইউরোয় এক ম্যাচে সবচেয়ে সফল পাসের রেকর্ড। ম্যাচের পর ক্রুসকে নিয়ে তাই উচ্ছ্বসিত প্রশংসায় ঝড়ে পড়ল কোন ইউলিয়ান নাগেলসমানের কণ্ঠে।
এবারের ইউরো দিয়ে খেলোয়াড়ী জীবনের ইতি টানতে চলেছেন ক্রুস। এই মৌসুমে ছেড়েছেন ক্লাব ফুটবলও। চলতি ইউরোর পর তাঁকে আর দেখা যাবে না পেশাদার ফুটবলে। স্কটল্যান্ড ম্যাচে তারকা এই মিডফিল্ডারের খেলা নিয়ে জার্মান কোচ বলেন, ‘সেও দলের অংশ, কিন্তু সেই অভিজ্ঞতাই তাকে আলাদা করে তোলে। তার যেসব রেকর্ড আছে, অন্য অনেকের জন্য সেটা সমস্যা তৈরি করতে পারত, কিন্তু তিনি অহংকারী নন, তিনি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্থিরতার প্রতীক। আর তাই তার সব সাফল্য এবং অর্জন সত্ত্বেও, আমরা তাকে দলের একজন অংশ হিসেবেই দেখি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post