বিদায়ের প্রহর গোনা ইংল্যান্ড ব্যাটিংয়ে পাঠাল ভারতকে

0
16

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে রোববার লাখনৌতে ভারতের মুখোমুখি হচ্ছে ইংলিশরা। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। আর টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক জস বাটলার।

ইংল্যান্ডের বিশ্বকাপ টুর্নামেন্ট শেষ বলাই যায়। তবে কাগজে কলমে কিছুটা হয়তো সম্ভাবনা রয়েছে। তবে ভারত যদি তাদের অপরাজিত থাকার তকমাটা ধরে রাখে তাহলে সেমিফাইনালে ইংল্যান্ডের খেলার সব সম্ভাবনা শেষ হয়ে যাবে। অন্যদিকে ৬ খেলা থেকে ১২ পয়েন্ট নিয়ে ভারতের সেমিফাইনাল খেলা নিশ্চিত হবে।

এখন পর্যন্ত বিশ্ব আসরে ভারতের বিপক্ষে ৮ ম্যাচে ৪ জয় পেয়েছে ইংল্যান্ড, আর ভারতের জয় ৩টিতে। তবে ওয়ানডে ক্রিকেটে আবার এগিয়ে ভারত। ১০৬ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে এই দু’দল। ৫৭ ম্যাচে জয় আছে ভারতের আর ইংল্যান্ডের জয় ৪৪টিতে।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরা।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, ডাভিড মালান, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here