স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন সার্জিও বুস্কেটস। চলতি মৌসুমের শেষে কাতালানদের ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। বুধবার বার্সেলোনা ও সার্জিও বুস্কেটস সামাজিক যোগাযোগ মাধ্যম নিশ্চিত করেছেন বিষয়টি।
চলতি মৌসুম শেষেই ক্যাম্প ন্যু ছেড়ে দেবেন বুস্কেটস। দুই পক্ষের মধ্যকার চুক্তির মেয়াদ শেষ হবে জুনে। এরপর আর নতুন চুক্তি নবায়ন হবে না। টুইটারে এক পোস্টে বার্সেলোনা তারকা এই মিডফিল্ডারের বিদায় নিশ্চিত করেছে। পোস্টের শিরোনামে ক্লাবটি লিখেছে, বার্সার একজন কিংবদন্তি বিদায় বলছেন।
এদিকে সাবেক বার্সা সতীর্থ বুস্কেটসের বিদায়ের খবরে আবেগী হয়ে পড়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সাবেক বার্সা ফরোয়ার্ড ইনস্টাগ্রামে সতীর্থের বিদায়ী ঘোষণায় পর আবেগপূর্ণ বার্তা দিয়েছেন। রেকর্ড ব্যালন ডি’অর জয়ী মেসি বলেন, ‘তোমার পরিবার ও তোমাকে পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানাই। মাঠ ও মাঠের বাইরে সবকিছুর জন্য ধন্যবাদ। আমরা একসঙ্গে অনেক ভালো-খারাপ মুহূর্ত কাটিয়েছি। ওগুলো আজীবন থেকে যাবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০