স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের মঞ্চে অবসরের ইঙ্গিত দিয়ে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টাইগারদের নির্ভরযোগ্য এই ব্যাটার আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এটিই হতে চলেছে তাঁর শেষ বিশ্বকাপ। একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন তিনি।
২০০৭ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ২২৫টি ওয়ানডে ম্যাচ খেলছেন মাহমুদউল্লাহ। তাতে ৪ সেঞ্চুরি ও ২৭ হাফ সেঞ্চুরিতে রান করেছেন ৫২১৮। ডানহাতি এই ক্রিকেটারের ৫০ ওভারের ক্রিকেটে পাওয়া ৪ সেঞ্চুরির সবক’টিই বিশ্ব মঞ্চে। ২০১৫ বিশ্বকাপে দু’টি, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর ২০২৩ বিশ্বকাপে।
চলতি বিশ্বকাপে নিজের খেলার সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও মাহমুদউল্লাহ পেয়েছেন নৈপুণ্যে সাজানো এক সেঞ্চুরি। আর তাঁর সেঞ্চুরিতেই বড় হারের লজ্জা এড়িয়েছে বাংলাদেশ। জাতীয় দলে ৫০টি টেস্টে ২৯১৪ ও ১২৫ টি-টোয়েন্টি ম্যাচে ২১২২ রান করেছেন ‘সাইলেন্ট কিলার’ খ্যাত এই ক্রিকেটার। তবে এবার বিদায় ঘনিয়ে এসেছে তাঁর।
আইসিসিকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে মাহমুদউল্লাহ বলেন, ‘দেশের হয়ে অনেকদিন ধরেই খেলছি আমি। ২০০৭ সালে আমার অভিষেক হয় বাংলাদেশের জার্সিতে। এরপর অনেক সময় হয়ে গেলো আমি খেলছি, আইসিসি ইভেন্টে চারটি সেঞ্চুরি করতে পারায় আসলে আমি নিজেকে ভাগ্যবানই মনে করি।’
অভিজ্ঞ অলরাউন্ডার আরও বলেন, ‘সত্যি কথা বলতে এটাই আমার শেষ বিশ্বকাপ। এরপর বাংলাদেশের হয়ে আমি আর কতদিন খেলতে পারবো তা নির্ভর করছে আমার শরীর এবং পারফর্ম্যান্সের উপর। তবে খুব তাড়াতাড়ি হোক বা আরও কিছু সময় পরেই হোক, আমাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হবে।’
বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেবেন তরুণরা আশাবাদী মাহমুদউল্লাহ, ‘ক্রিকেট সামনে এগিয়ে যাবে, বাংলাদেশ ক্রিকেটও সামনে এগিয়ে যাবে, আমাদের ড্রেসিংরুমে মুস্তাফিজ, তাসকিন, মিরাজরাই হবে সিনিয়র ক্রিকেটার, ভবিষ্যতে ওরাই হবে বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post