স্পোর্টস ডেস্কঃ চাকরি হারালেন চেলসি কোচ গ্রাহাম পটার। রোববার রাতে এক বিবৃতিতে এই কোচকে বরখাস্তের খবর জানিয়েছে প্রিমিয়ার লিগের দলটি। গত সেপ্টেম্বরে ব্লুজদের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তবে সাফল্যের মুখ দেখাতে পারেন নি চেলসিকে। সবশেষ গত শনিবার তারা হেরে গেছে অ্যাস্টন ভিলার কাছে। লিগে এখন পর্যন্ত ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮।
দলের এমন বাজে অবস্থার দায় এড়ানোর উপায় নেই কোচ পটারের। একের পর এক ম্যাচ হারায় ভক্তদের রোষানলে পড়তে হয় ৪৭ বছর বয়সী এই কোচকে। শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চেলসির চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার সম্ভাবনা আছে অনিশ্চয়তার মুখে। এমন অবস্থায় ক্ষুদ্ধ সমর্থকদের রোষানলে পড়তে হয়েছিল পটারকে। কিছু ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণেরও মুখোমুখি হতে হয় তাকে। এবার এই কোচকে বিদায় করে দিয়েছে চেলসি।
বিদায়ের ক্ষণে পটারকে ধন্যবাদ জানিয়েছেন চেলসি। বিবৃতিতে তারা লিখেছে, ‘চ্যাম্পিয়ন্স লিগে পটার আমাদের কোয়ার্টার-ফাইনালে নিয়েছে, যেখানে আমাদের পরবর্তী প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। এখানে তার সব প্রচেষ্টা ও অবদানের জন্য তাকে ধন্যবাদ জানাতে চায় চেলসি। তাকে শুভকামনা।’
প্রিমিয়ার লিগে শিরোপার দৌড় থেকে বেশ পিছিয়ে থাকা চেলসি ইউরোপ সেরার মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগে এখনও টিকে আছে লড়াইয়ে। গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে ওঠার পর শেষ ষোলোয় দলটি হারায় জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে। কোয়ার্টার-ফাইনালে তাদের সামনে রিয়াল মাদ্রিদ। আগামী ১২ এপ্রিল মাদ্রিদে আতিথ্য নেবে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। ফিরতি লেগ হবে ১৮ এপ্রিল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০