স্পোর্টস ডেস্কঃ প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। শুক্রবার (০২ আগস্ট) রাতে স্টেড মাটমুট আটলান্টিক স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। দলের হয়ে জয়সূচক একমাত্র গোল করেন মাতেতা।
ম্যাচে ১৬টি গোলের সুযোগ তৈরি করেও পারেনি আর্জেন্টিনা। ম্যাচের আর্জেন্টাইন কোচ হাবিয়ের মাশচেরানো বলেন, ‘আমরা প্রতিপক্ষের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছি। কিন্তু ফুটবল প্রতিভা বোঝে না। এটাই বাস্তবতা এবং আজ (গতকাল) ছিল আমাদের ঘরে ফেরার পালা। আমরা গোল পাইনি। ম্যাচে প্রথম ১৫ মিনিট কঠিন ছিল, বিশেষ করে শুরুর দিকে গোল হজমের পর। এরপর দল গুছিয়ে নিয়েছে এবং সমতায় ফেরার বেশ কিছু সুযোগও পেয়েছে।’
ঘরের মাঠে ম্যাচের ৫ মিনিটেই মাতেতার গোলে এগিয়ে যায় ফ্রান্স। কর্নার থেকে দুর্দান্ত হেডে দলকে এগিয়ে দেন মাতেতা। এরপর ম্যাচজুড়ে চেষ্টা করেও শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি আর্জেন্টিনা। ফ্রান্সও অবশ্য সুযোগ পেয়েছিল ব্যবধান বাড়ানোর। কিন্তু সেসব সুযোগ কাজে লাগাতে পারেনি তারাও। আগামী মঙ্গলবার সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ মিসর। এদিকে ফ্রান্সের বিপক্ষে পুরো ম্যাচে আর্জেন্টিনা বল দখলে রেখেছিল ৭০ শতাংশ সময়। হাবিয়ের মাশচেরানোর দল শট নিয়েছিল ১৬টি, এবং ১০টি শট নিয়েছিল ফ্রান্স। আর্জেন্টিনার চারটি শট ছিল লক্ষ্যে। অপরদিকে ফ্রান্সের দুটি শট ছিল লক্ষ্যে। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post