স্পোর্টস ডেস্কঃ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামার আগেই নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার ছিটকে পড়া। ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে ভিক্তোরিয়া প্লাজেনের বিপক্ষে জিতে বার্সেলোনাকে বিদায় করে শেষ ষোলোয় জায়গা করে নেয় ইন্টার মিলান।
ম্যাচ শেষে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, ‘আমাদের সমর্থনের জন্য সমর্থকদের অনেক ধন্যবাদ। আজকের পরিবেশটা সত্যিই অসাধারণ ছিল। তাদেরকে ধন্যবাদ দিতেই হবে। একইসাথে আমাদের কাছ থেকে শ্রদ্ধাও তাদের প্রাপ্য। যদিও মাঠের পারফরমেন্সে আমরা তাদের আস্থার প্রতিদান দিতে পারিনি।’
জাভি আরো বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ থেকে আমরা বিদায় নিয়েছি, বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। আজ আমরা পরিপূর্ণ ছিলাম না। সেভাবে নিজেদের মেলে ধরতে পারিনি। তারা দারুণ খেলেছে, আমাদের চেয়ে সবদিক থেকেই বায়ার্ন এগিয়ে ছিল। আমি নিশ্চিত ম্যাচের আগেই বিদায়ের শঙ্কায় আমরা মানসিক ভাবে পিছিয়ে পড়েছিলাম।’
এবারের চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে বার্সেলোনা। একটি করে জয় ও ড্রয়ে তাদের পয়েন্ট ৪। বিদায় ঘণ্টা বেজে গেছে জেনেই বায়ার্নের বিপক্ষে খেলতে নেমে ৩-০ গোলে হারে কাতালানরা। পুরো ম্যাচে তাদের পারফরম্যান্স ছিল ভীষণ বাজে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০