নিজস্ব প্রতিবেদক: পারলো না সিলেট সদর উপজেলা ফুটবল দল। আন্ত:উপজেলা জেলা প্রশাসক কাপে বিদেশীর খেলোয়াড়ের ভূলেই সেমিফাইনালে আটকে যেতো হলাে সিলেট সদরকে। ভাগ্যকে পাশে পেয়ে ফাইনালে গোলাপগঞ্জের সঙ্গী হলো বিশ্বনাথ উপজেলা ফুটবল দল। টাইব্রেকারে ৪-১ গোলের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বিশ্বনাথ।
সিলেট জেলা স্টেডিয়ামে শনিবার সন্ধ্যা ৬ টায় শুরু হওয়া ম্যাচে খেলার শেষ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিলো সিলেট সদর। খেলার একেবারে শেষ মিনিটে সিলেট সদরের বিদেশী খেলোয়াড়ই যেনো হারিয়ে দিলেন দলকে। রেফারী যখন শেষ বাঁশি বাজার প্রস্তুুতি নিচ্ছিলেন তখনি নিজেদের ডি বক্সের ভিতরেই বলে হাত লেগে যায় সদরের বিদেশী খেলোয়াড় জেকসনের।
রেফারী ম্যাচর শেষ বাঁশি বাজানোর পরিবর্তে পেনাল্টির বাঁশি বাজান। আর সুযোগটাকে কাজে লাগিয়ে শেষ মিনিেটই সমতায় ফেরে বিশ্বনাথ।
অথচ খেলার শুরুতেই এগিয়ে যায় সিলেট সদর। ১০ মিনিটেই দলকে লিড এনে দেন সিলেট সদরের হয়ে জোড়া গোল করা গৌছ। তার গোলে ১-০ গোলে এগিয়ে যায় সিলেট সদর।
এগিয়ে গিয়ে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি দলি। প্রথমার্ধেই গোল শোধ করে সমতায় ফেরে বিশ্বনাথ। বিশ্বনাথের স্ট্রাইকার জসিম গোল করে খেলায় ফেরান দলকে। প্রথমার্ধ শেষে ১-১ ম্যাচ সমতায় রেখেই বিরতিতে যায় দু’দল।
বিরতির পর খেলা শুরু হলে এগিয়ে যায় সিলেট সদর। আবারো গৌছ গোলকে জয়ে স্বপ্ন দেখাতে থাকেন সিলেট সদরকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই গৌছের দ্বিতীয় গোলে ম্যাচে ২-১ লিড নেয় সিলেট সদর। এরপর দু’দল এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলো। কিন্তুু কেউ পারেনি।
তবে ম্যাচের একে বারে শেষ মিনিটে সদরের বিদেশী খেলোয়াড় জেকসন বল হাত লাগালে পেনাল্টি থেকে সমতায় ফেরে বিশ্বনাথ। বিশ্বনাথের জসিম পেনাল্টি থেকে গোল করে দলকে ফেরান সমতায়। এরপর খেলা চলে যায় ইনজুরি টাইমে।
ইনজুরি টাইমে কোন দলই গোলের দেখা পায়নি। ২-২ গোলে সমতায় থাকা ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকার ভাগ্যে সিলেট সদরকে ৪-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বিশ্বনাথ উপজেলা ফুটবল দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০