নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় সিলেটে অনুষ্টিত হয়েছে ব্যাডমিন্টন ক্যাম্প। সিলেটের তরুণ প্রতিভাবান ২০ জন ব্যাডমিন্টন খেলোয়াড় ঢাকায় গিয়ে বিদেশী কোচের অধীনের অনুশীলনের জন্য মনোনিত হয়েছেন।
সিলেটে ব্যাডমিন্টন অনুশীলন ক্যাম্প করেছেন ১০ জন ছেলে, ১০ মেয়ে ব্যাডমিন্টন খেলোয়াড়। আজ শুক্রবার তাদের অনুশীলন ক্যাম্প সমাপ্ত হয়েছে। ঢাকার কোচরা এসব ব্যাডমিন্টন খেলোয়াড় ১০ দিনের ক্যাম্পে অনুশীলন করিয়েছেন।
সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত হোসেন এসএনপিস্পোর্টস২৪ডটকমকে জানান, ২০ জন ছেলে মেয়েকে সিলেট ১০ দিন অনুশীলন করানো হয়েছে। পর্যায় ক্রমে এদেরকে ঢাকা নিয়ে বিদেশী কাচের অধীনে অনুশীলন করাবে ব্যাডমিন্টন ফেডারেশন।
সিলেটে উন্মুক্ত বাছাই কার্যক্রম করে এই ২০ জন ব্যাডমিন্টন খেলোয়াড়কে নির্বাচত করা হয়। উন্মুক্ত বাছাই কার্যক্রমে ১১৪ জন ছেলে ৪০ জন মেয়ে খেলোয়াড় অংশ নেন। যেখান থেকে ১০ জন ছেলে ও ১০ জন মেয়ে প্রাথমিক ভাবে নির্বাচিত হয়ে সিলেটে অনুশীলন ক্যাম্প করেন।
শুক্রবার সিলেটে অনুশীলন ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদশীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, জেলা ব্যাডমিন্টন কমিটির সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত হোসেন প্রমুখ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০