স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া এতে প্রায় ছয় শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২২ জুন) ভোররাতে মানুষজন ঘুমিয়ে থাকার সময় আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে আঘাত হানে প্রবল এই ভূমিকম্প। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার এবং ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১।
নিজ দেশে শক্তিশালী এমন ভূমিকম্পের ফলে নিহতের প্রতি সমবেদনা জানিয়েছেন আফগান ক্রিকেটার রশিদ খান। এছাড়া অনুদান দিয়ে বিপর্যস্ত দেশের মানুষের পাশে দাঁড়াতে পাকিস্তানি ও ভারতীয় ক্রিকেটারদের কাছে সাহায্য চাইলেন তিনি।
টুইটারে এক ভিডিও পোস্ট করে রশিদ লিখেন, ‘আপনারা সবাই জানেন যে আফগানিস্তান একটি ভূমিকম্পে বড় ধরনের আঘাত পেয়েছে। পরিণতিতে অনেক মানুষ তাদের প্রাণ হারিয়েছেন, অনেকে আহত, আরও অনেকে ভুগছেন।’
রশিদ আরো বলেন, ‘আফগানিস্তান আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। অনুদান দিন। আমি শহীদ আফ্রিদি, হার্দিক পান্ডিয়া-ডোয়াইন ব্রাভোকে অনুদানে সহায়তার জন্য মনোনীত করছি।’
এর আগে এই দুর্ঘটনায় সমবেদনা জানিয়ে রশিদ বলেছিলেন, ‘ভূমিকম্পে শাহাদাত, আহত ও বাড়িঘর ধ্বংস নিয়ে আমি খুবই দুঃখিত। আল্লাহর কাছে প্রার্থনা করি শহীদদের জান্নাত দান করুন, আহতদের সুস্থতা দান করুন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ আমাদের দেশ ও দেশবাসীকে আগামী দিনে এই ধরনের শোক থেকে রক্ষা করুন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০