স্পোর্টস ডেস্ক:: বিদেশী ফুটবলারের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বিদেশী ফুটবলারের পারিশ্রমিক ইস্যু সমাধান না করলে এখন থেকে শেখ জামাল আর বিদেশী কোনো ফুটবলারকে দলে নিতে পারবে না।
বিদশেী খেলোয়াড়দের বেতন-ভাতার অভিযোগে অনেক ক্লাবই আগে শাস্তি পেয়েছে। এবার শেখ জামালও নাম লেখালো সেই তালিকায়। তবে বাংলাদেশের ক্লাবটি দাবি করেছে, ওই ফুটবলার কোনো টাকা পান না। প্রয়োজনীয় কাগজপত্র ফিফায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
উজবেকিস্তানের ফুটবলার ওতাবেক ভালিজোনভ ফিফায় অভিযোগ জানান,শেখ জামাল তার পারিশ্রমিক শোধ করেনি। এরপর গত ১১ ডিসেম্বর শেখ জামাল ক্লাবকে চিঠি পাঠিয়ে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জানায় ফিফা।
খেলোয়াড় কেনার নিষেধাজ্ঞার চিঠিতে ফিফা বলেছে, বিষয়টা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশীয় ফুটবলে কোনো বিদেশি নিবন্ধন করাতে পারবে না শেখ জামাল। ফিফা ক্লাবটিকে ৪৫ দিন সময় দিয়েছে নিষ্পত্তির জন্য। এর মধ্যে নিষ্পত্তি না হলে দেশি ও বিদেশি দুই ধরনের খেলোয়াড় নিবন্ধনের ওপরই নিষেধাজ্ঞা দিতে পারে ফুটবলের নিয়ন্ত্রক ফিফা সংস্থাটি।
ওতাবেক শেখ জামালে গত মৌসুম খেলেছেন। তাঁর বেতন ছিলো সাড়ে ৮ হাজার ডলার। তবে এ মৌসুমে উজবেকিস্তানের এই ফুটবলার ব্রাদার্স ইউনিয়নে খেলছেন। তিনি ফিফার কাছে অভিযোগ করেন, শেখ জামালের কাছে তিনি ২ মাসের বেতন হিসেবে ১৭ হাজার ডলার পাবেন। কিন্তু শেখ জামালের দাবি, ওতাবেক কোনো বেতনই পাবেন না। ওতাবেক এক মাসের অগ্রিম চেয়েছিলেন, সেটা ক্লাব দেয়নি, কারণ তিনি আর ক্লাবে ফিরে আসেননি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post