স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থদিনে দুইবার সতীর্থ তামিম ইকবালকে ছাড়িয়ে গেলেন মুশফিকুর রহিম। রাওয়ালপিন্ডিতে আজ দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ক্রিকেটার। এদিকে দেশের বাইরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট রানের রেকর্ড এখন মুশফিকের। এই তালিকায় এতদিন শীর্ষে ছিলেন তামিম। এবার মুশফিক ছাড়িয়ে গেছেন তামিমকে।
৫৯ ইনিংসে ২ হাজার ৩২৯ রান করে রেকর্ডটি এতদিন ছিল তামিমের। এই রেকর্ড ছাড়িয়ে যেতে মুশফিকের লাগল ৬৭ ইনিংস। টেস্টের চতুর্থদিনে এসে প্রথমবার পাকিস্তানের মাটিতে সেঞ্চুরি হাঁকান মুশফিক। ২০০ বলে সেঞ্চুরির ম্যাজিক ফিগার স্পর্শ করা এই ডানহাই দেখেশুনে খেলেছে ইতোমধ্যে স্পর্শ করেছেন দেড়শ রানের মাইলফলক। এখানে পৌঁছাতে ২৮৬ বল খেলেছেন।
টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে পঞ্চমবার দেড়শ রান (২৮৬ বলে ১৫০*) টপকে গেলেন মুশফিক। এর মধ্যে ডাবল সেঞ্চুরি আছে তিনটি। ২০২২ সালে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন অপরাজিত ১৭৫ রানের ইনিংস। এদিকে দিনের প্রথম সেশনে সেঞ্চুরি স্পর্শ করে তামিমের শতরানের রেকর্ড ছাড়ান মুশফিক। দেশের বাইরে তার শতক এখন ৫টি। তামিমের সঙ্গে এতদিন যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি ৪ সেঞ্চুরিতে। এছাড়া এই ইনিংসের পথেই দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করেছেন মুশফিক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০