স্পোর্টস ডেস্ক:: ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অধিনায়ক সাবিন খাতুন থেকে শুরু করে সিনিয়ল ১৮ নারী ফুটবলারের বিদ্রোহের ইতি ঘটেছে। বিদ্রােহী নারী ফুটবলারদের কয়েকজনকে দলে নিয়ে কোচিং করাবেন না বলা কোচও অবশেষে নমনীয় হচ্ছেন। দেশের ফুটবলে বেশ কয়েকদিন থেকে আলোচনায় থাকা নারী ফুটবলারদের সমস্যার সমাধান অবশেষে হয়েছে।
বাফুফের নারী বিভাগের প্রধান মাহফুজা আক্তার কিরণ সাংবাদিকদের জানিয়েছেন, মেয়েদের অভিমান ভেঙেছে। তারা দলে ফিরবে এবং বাটলারের অধীনেই কোচিংয়ে যাবে। এর প্রতিক্রিয়া জানাতে গিয়ে কোচ পিটার বাটলার সাংবাদিকদের বলেছেন, তিনি আর ঝামেলা চান না।
আজ রোববার নারী ফুটবলারদের অভিমান ভেঙে ফিরে আসার ঘোষণার পর বিকেলে বাফুফে ভবন থেকে বেরিয়ে আসার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোচ পিটার বাটলার বলেন, ‘দেখুন তারা ফিরলে ভালো। আমি এসব নিয়ে আর কোনো ঝামেলা চাই না।’
নারী ফুটবলাররা আন্দোলন থেকে সরে আসলেও এখনি অনুশীলনে ও দলে যোগ দিচ্ছেন না। ২৬ ফেব্রুয়ারি আরব আমিরাতের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। ২ মার্চ একই দলের সঙ্গে দ্বিতীয় প্রীতি ম্যাচ। এই দুই ম্যাচে আন্দোলন করা নারী ফুটবলাররা খেলবেন না। নতুন যাদেরকে নিয়ে কোচ অনুশীলন করছেন, তাদেরকে নিয়েই ম্যাচ খেলবে বাংলাদেশ।
ওই দুই ম্যাচ শেষে আবার যখন ক্যাম্প শুরু হবে, বিদোহী ১৮ নারী ফুটবলার সেই সময় ক্যাম্পে যোগ দেবেন। তবে কোচ বাটলার যে মেয়েদের উপর অসন্তুুষ্ট সেটা স্পষ্ট তার কথায়। তিনি বলেন, ‘একটা বিষয় বলতেই হয়, তারা কি ফিরে আসার মতো কাজ করেছিল! এই দলে এমন কয়েকজন আছে, যারা শেষ সীমায় পৌঁছে গিয়েছে। আমি মনে করি, এই দিকগুলো আপনাদেরও মনে রাখা উচিত।’
এই মেয়েরা থাকলে কোচের দায়িত্বে থাকবেন না জানিয়ে বাটলার এর আগে বলেছিলেন, ‘হয় ওরা, নয় আমি থাকব।’ তাঁর এই বিস্ফোরক মন্তব্যের পর কোচ–খেলোয়াড় দ্বন্দ্ব আরও তীব্র হয়ে ওঠে। আজ অবশ্য বাফুফের সঙ্গে বাটলারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে মাহফুজার মন্তব্য, ‘মেয়েদের সঙ্গে আজ আমার কথা হয়েছে। কোচের সঙ্গে কথা হয়নি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০