স্পোর্টস ডেস্কঃ দারুণভাবে ছুটে চলছেন শুভমান গিল। ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি হাঁকিয়েছেন। তবে এবার আর সেঞ্চুরির মধ্যেই সীমাবদ্ধ থাকলেন না। পূরণ করেছেন ডাবল সেঞ্চুরি। বিধ্বংসী ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন ২০৮ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। ১৪৯ বলের সেই ইনিংসটি সাজানো ছিল ১৯ বাউন্ডারি আর ৯ ছক্কার মারে।
হায়দ্রাবাদে চার-ছক্কার ফুলঝরি ছড়িয়েছেন শুভমান গিল। লকি ফার্গুসনকে টানা তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরি পূরণ করেন। আউট হওয়ার আগে শেষ ১২ বলের মধ্যে ছয়টি ছক্কার মার রয়েছে। এই তরুণ ওপেনার পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। এর আগে শচীন টেণ্ডুলকার, বীরেন্দ্রর শেবাগ, রোহিত শর্মা ও ইশান কিষাণ হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি। আর সব মিলিয়ে অষ্টম ক্রিকেটার ডাবল সেঞ্চুরির ক্ষেত্রে। ভারতীয়দের বাইরে ক্রিস গেইল, মার্টিন গাপটিল ও ফখর জামান আছেন।
এবার ক্রিকেটের এই অভিজাত ঘরে নিজের নাম লেখালেন মাত্র ১৯ ওয়ানডে খেলতে নামা গিল। তবে একটা জায়গায় সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি। ২৩ বছর ১৩২ দিন বয়সে সবচেয়ে সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ানের রেকর্ড এখন গিলের দখলে। কিছুদিন আগে সতীর্থ ইশান কিষাণ ২৪ বছর ১৪৫ দিনে ডাবল সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েছিলেন বাংলাদেশের বিপক্ষে। সেটাকে ছাড়িয়ে গেলেন গিল।
একইসাথে গিল পূরণ করেছেন ওয়ানডেতে হাজার রানের মাইলফলক। ১৯ ইনিংসেই হাজার রান করে ভারতের দ্রুততম ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছেন। আর বিশ্বের মধ্যে সব মিলিয়ে দ্বিতীয় দ্রুততম এটি।
গিলের ডাবল সেঞ্চুরির দিনে বিশাল সংগ্রহ পেয়েছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রানের পুঁজি পেয়েছে মেন ইন ব্লু’রা। জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে পাক্কা সাড়ে তিনশ রান।
এদিন রোহিত-গিলের ৬০ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা বেশ ভালোই হয় ভারতের। তবে ১১০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। রানের গতিও খানিকটা ধীর হয়ে আসে। চতুর্থ উইকেটে সূর্যকুমারের সাথে ৬৫ রানের জুটি গড়েন গিল। এরপর পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়ার সাথে ৭৫ রানের, ষষ্ঠ উইকেটে ওয়াশিংটন সুন্দরের সাথে ৪২, সপ্তম উইকেটে শার্দুল ঠাকুরের সাথে ১০ আর অষ্টম উইকেটে কুলদীপ যাদবের সাথে ৪৩ রানের ঝড়ো এক জুটি গড়ে দলকে প্রায় সাড়ে তিনশ রানের পুঁজি এনে দেন।
দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান অধিনায়ক রোহিতের। তার ৩৮ বলের সেই ইনিংসটি সাজানো ৪ বাউন্ডারি ও ২ ছক্কায়। সূর্যকুমার ৩১ ও হার্দিক পান্ডিয়া করেন ২৮ রান।
নিউজিল্যান্ডের হয়ে ড্যারিল মিচেল ও হেনরি শিপলি ২টি করে উইকেট শিকার করেছেন। লকি ফার্গুসন, ব্লেয়ার টিকনার ও মিচেল স্যান্টনার ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post