স্পোর্টস ডেস্কঃ অবশেষে ডেভিড মালানকে আউট করে ফেরাতে পেরেছে বাংলাদেশ দল। বিধ্বংসী হয়ে উঠে এই বাঁহাতি ব্যাটারকে আউট করেছেন শেখ মেহেদী। ৩৮তম ওভারের দ্বিতীয় বলে বোল্ড আউট করে মালানকে ফেরান তিনি। তবে এর আগে নিজের ক্যারিয়ার সেরা ১৪০ রানের ইনিংস খেলে গেছেন এই তারকা।
১০৭ বলের ইনিংসটিতে ১৬ চার ও ৫ ছক্কায় ১৪০ রান করেন তিনি। এর আগে বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে ৯১ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। ২৩ ওয়ানডে ম্যাচে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি আর বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সবশেষ সংগ্রহ ৩৮ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭৯ রান। রানের পাহাড় গড়ার দিকেই এগোচ্ছে ইংলিশরা। ফিফটি পূরণ করে ৭৩ রান করে অপরাজিত আছেন জো রুট। ৩ বলে ৯ রানে অপরাজিত অধিনায়ক জস বাটলার।
এর আগে ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্বক ছিল ইংলিশরা। ১৭.৫ ওভারে দলীয় ১১৫ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। শততম ওয়ানডে খেলতে নামা জনি বেয়ারস্টোকে (৫২) ফিরিয়ে প্রথম ব্রেক-থ্রু এনে দেন অধিনায়ক সাকিব আল হাসান। ইংলিশদের তাণ্ডবলীলার সময়ে বেয়ারস্টোকে বোল্ড আউট করেন তিনি। তবে এরপর মালান ও রুট মিলে গড়ে তুলেন ১৫১ রানের আরও একটি ঝড়ো জুটি। সেই জুটিতেই টাইগার বোলাররা দিশেহারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post