নিজস্ব প্রতিবেদক:: বিশ্বকাপে দলকে টানছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। নেপালের বিপক্ষে দুঃসময়েও দলের হাল ধরে ছিলেন। তবে দুর্ভাগ্যজনক রানআউটে সাজঘরে ফিরেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তাতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ ৫২ রানেই হারিয়েছে পাঁচ উইকেট।
টাইগার সমর্থকদের জন্য ঈদের সকালটা সুখকর হলো না। নেপালের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়লো বাংলাদেশ। তামিম, শান্ত, লিটন, হৃদয়, রিয়াদের বিদায়ে দুঃস্বপ্নের সকাল শুরু বাংলাদেশের।
ইনিংসের প্রথম বলে শুন্য রানে তানজীম তামিমের বিদায়ের পর তিনে নামা শান্ত দ্বিতীয় ওভারের তৃতীয় বলে দলীয় সাত রানেই ফিরেছেন সাজঘরে। ৫ বলে ৪ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক।
দ্রুত দুই উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশকে টেনে তৃতীয় উইকেটে টেনে তোলার চেষ্টা করছিলেন সাকিব ও লিটন। তবে তারা বেশি দূর যেতে পারেননি। দলীয় ২১ রানে, ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ১২ বলে ১০ রানে সাজঘরে ফিরেন লিটন দাস।
এরপরই উইকেটে আসা তাওহীদ হৃদয়ও ফিরেন দ্রুত। দলীয় ৩০ রানে চতুর্থ উইকেট হারায় টাইগাররা। ইনিংসের ষষ্ট ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত ৯ রানে সাজঘরে ফিরেন তিনি।
পঞ্চম উইকেটে সাকিবকে নিয়ে জুটি গড়ার চেষ্টায় ছিলেন রিয়াদ। ২২ রানের জুটি ভাঙে রিয়াদের বিদায়ে। ইনিংসের নবম ওভারের শেষ বলে দলীয় ৫২ রানের মাথায় রানআউট হন অভিজ্ঞ এই ব্যাটার। দুই চারে ১৩ বলে ১৩ রান করেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১০১ ওভারে ৫ উইকেটে ৫৭ রান। ১৫রানে সাকিব ও ৪ রানে অনীক অপরাজিত আছেন।
সেন্ট ভিনসেন্টে জিতলে সহজেই বাংলাদেশের সুপার এইট নিশ্চিত হয়ে যাবে। নেপালের পাওয়ার তেমন কিছু নেই ম্যাচটিতে। জিততে পারলে কেবল সুখ স্মৃতি নিয়ে দেশে ফিরতে পারবে দলটি। বাংলাদেশ যদি কোনো কারণে হেরে যায় এবং নীট রানরেটও যদি খুব একটা ভালো না হয় তবে নেদারল্যান্ডসের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। নেপালের বাড়ি ফেরা আগেই নিশ্চিত হয়ে গেছে।
এই গ্রুপ থেকে শ্রীলঙ্কাও বাড়ির পথ ধরেছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। বাংলাদেশ জিতলেই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে খেলবে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
নেপাল একাদশ: কুশল ভুর্টেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), রোহিত পাউডেল (অধিনায়ক), অনিল সাহ, দীপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, গুলসান ঝা, সোমপাল কামি, সুন্দীপ জোরা, সন্দীপ লামিছানে, অবিনাশ বোহারা
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post