বিপর্যস্ত ইতালি রাতে নামছে মাঠে

0
9

স্পোর্টস ডেস্ক:: পরপর দু’বার বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপ, সবশেষ ফাইনালিসিমায় আর্জেন্টিনার বড় হারের ক্ষত নিয়ে রাতেই মাঠে নামছে ইতালি। উয়েফা নেশন্স লিগের হাই-ভোল্টেজ ম্যাচে তাদের প্রতিপক্ষ জার্মানি।

বাংলাদেশ সময় আজ দিবাগত রাত পৌনে ১টায় ইতালি-জার্মানরি মুখোমুখি হবে। দুই দল এখন পর্যন্ত ৩৫টি ম্যাচ খেলেছে। তাতে ১৫টি জিতে এগিয়ে আছে ইতালি। জার্মানির ৯ জয়। ড্র হয়েছে ১১ টি ম্যাচ।

বিশ্বকাপে অংশ নিতে ব্যর্থ হওয়া ইতালি ইউরো সেরা হয়ে সেই ক্ষত কিছুটা কমিয়ে ছিলো। তবে ইউরো চ্যাম্পিয়ন ও কোপা চ্যাম্পিয়ন ফাইনালিসিমায় আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হয়েছে দলটি। সেই ক্ষুত মুছতে না মুছতেই জার্মানির বিপক্ষে মাঠে নামতে হচ্ছে দলটিকে।

ইতালির কোচ মানচিনি এখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। জার্মানির বিপক্ষে জয় পেলে ক্ষতে কিছুটা প্রলেপ লাগবে। দলে বেশ পরিবর্তন এনেছেন তিনি। ইনজুরির কারণে বাদ পড়েছেন ফেদরিকো চিয়েসা, মার্কো ভেরাত্তি, ডমেনিকো বেরারর্দি, ময়েসে কিন, নিকোলো জানিলো ও আন্দ্রে পিনামোন্তি। বাদ পড়েছেন ইমোবিল। তাদের জায়গায় অন্যদের নিয়েই রাতে মাঠে নামবেন মানিচিন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here