বিপলু-মতিনের গোলে বিপিএল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

0
22

নিজস্ব প্রতিবেদকঃ ২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অভিষেক হওয়া বসুন্ধরা কিংস হ্যাটট্রিক শিরোপা জিতে অনন্য এক ইতিহাস গড়েছে। সোমবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংকে ২-০ গোলে হারিয়েছে কিংস। তাদের প্রথম গোলটি করেন মতিন মিয়া। আর দ্বিতীয় গোলটি বিপলু আহমেদের। দারুণ জয়ে দুই ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হওয়ার উচ্ছ্বাসে ভাসল অস্কার ব্রুজেনের দল।

টানা তৃতীয়বারের মতো পেশাদার লিগে সেরা হয়ে কিংসরা গড়ল নতুন ইতিহাস। দলটি ছুঁয়ে ফেলল ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিমিটেডের টানা তিন শিরোপার কীর্তিকে। এর আগে ২০২০-২১ ও ২০১৮-১৯ মৌসুমে শিরোপা জিতেছিল কিংস। এর আগে প্রথমবারের মতো পেশাদার লিগে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার নজির স্থাপন করেছিল ঢাকা আবাহনী। তারা সেরা হয়েছিল প্রতিযোগিতার প্রথম তিন আসরেই (২০০৭, ২০০৮-০৯ ও ২০০৯-১০)।

চলতি বিপিএলে ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখল কিংস। স্প্যানিশ কোচ ব্রুজেনের হাত ধরে দলটি পেল সব মিলিয়ে ষষ্ঠ শিরোপার স্বাদ। আজ সাইফের বিপক্ষে ২৭তম মিনিটে কিংসকে এগিয়ে নেন মতিন মিয়া। অবশ্য ম্যাচের ৩৭তম মিনিটে দশজনের দলে পরিণত হয় তারা। ইয়াসিন আরাফাতকে লালকার্ড দেখান রেফারি। পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা সাইফ ম্যাচে ফেরার বদলে উল্টো ৮১তম মিনিটে আরও একটি গোল খেয়ে বসে। দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন বিপলু আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here