বিপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে চার অঙ্কের ম্যাজিক ফিগারে মুশফিক

0
28

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ব্যাটসম্যান হিসেবে চার অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন বাংলাদেশ টেস্ট দলের দলপতি মুশফিকুর রহিম। চুতর্থ আসরে এসে বিপিএল দেখা পেলো ১০০০ রানের ব্যক্তিগত সংগ্রহ।

মুশফিকুর রহিম বিপিএলে খেলা একমাত্র ব্যাটসম্যান হিসেবে চার অঙ্কের ঘর স্পর্শ করেছেন। চতুর্থ ম্যাচ খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করেন মুশফিক।

আজ সোমবার বরিশালের দলপতি মুশফিক নামেন তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের বিপক্ষে। বিপিএল খেলে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০০ রান স্পর্শ করতে তার দরকার ছিল মাত্র ৫ রান। ইনিংসের শেষ ওভারে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলেই চার হাঁকিয়ে এক হাজার রান পূর্ণ করেন মুশফিক।

এ ম্যাচের মধ্যদিয়ে বিপিএলের আসরে ৩৮তম ম্যাচ খেলতে নামেন মুশফিক। ব্যক্তিগত ৯৯৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন তিনি। প্রথম আসরে মুশফিক দুরন্ত রাজশাহীর হয়ে ১১ ম্যাচ খেলে করেছিলেন ২৩৪ রান। দ্বিতীয় আসরে সিলেট রয়্যালসের হয়ে ১৩ ম্যাচে করেন ৪৪০ রান। আর তৃতীয় আসরে সিলেট সুপারস্টার্সের হয়ে ১০ ম্যাচে করেন ১৫৭ রান।

এবারের আসরে দারুণ ফর্মে থাকা মুশফিক নিজের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে করেছিলেন অপরাজিত ৫০ রান। দ্বিতীয় ম্যাচে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে করেছেন ৩৩ রান। আর তৃতীয় ম্যাচে গতকাল রাজশাহী কিংসের বিপক্ষে করেন অপরাজিত ৮১ রান।

বিপিএলে খেলা বিশ্বসেরা ব্যাটসম্যানদের টপকে মুশফিক রানের দিক দিয়ে বেশ এগিয়ে। তার পরে রয়েছেন আরেক টাইগার। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ৭৭৫ রান নিয়ে এই তালিকায় দুইয়ে। তিন নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার ব্রাড হজ (বরিশাল বার্নাস, ৭৫৬ রান)। ৭৪৩ রান করে চার নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ। আর পাঁচ নম্বরে থাকা এনামুল হক বিজয়ের রান ৭৩৫।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here