নিজস্ব প্রতিবেদকঃ দুর্দান্ত ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচ আজ থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর। শুক্রবার দুপুর আড়াইটায় মাঠে নামবে দুদল। ইতোমধ্যে টস পর্ব শেষ হয়েছে ম্যাচের। কুমিল্লা টস হেরে আগে ব্যাট করবে।
বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগের নয় আসরে চার বারই শিরোপা জিতেছে তারা। এবারের বিপিএলেও ফেবারিট তারা। অপরদিকে ঢাকা থেকে বেশ পিছিয়ে। তবুও তাসকিন আহমেদ-মোসাদ্দেক হোসেনদের দিকে নজর থাকবে সকলের।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ:
লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, খুশদিল শাহ, রোস্টন চেজ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, ম্যাথিউ ফোর্ড, মুসফিক হাসান।
দুর্দান্ত ঢাকা একাদশ:
মোহাম্মদ নাইম, দানুশকা গুনাথিলাকা, চতুরাঙ্গা ডি সিলভা, লাসিথ ক্রসপুলে, ইরফান সুক্কুর, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সাইফ হাসান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম, উসমান কাদির।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post