নিজস্ব প্রতিবেদকঃ পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। শুক্রবার ফাইনালের মহারণে মুখোমুখি লড়াইয়ে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। সন্ধ্যা ৭টায় শিরোপা জয়ের মিশনে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল।
বিপিএলের ফাইনালে এবারও থাকছে কোটি টাকার প্রাইজমানি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে সেই প্রাইজমানির পরিমাণ। এবারের বিপিএল চ্যাম্পিয়নরা পাবে ২ কোটি টাকা। ট্রফির সাথে সেই অর্থ পকেটে পুড়বে তারা।
এর বাইরে রানার্স-আপ দলের জন্যও আছে মোটা অঙ্কের অর্থ। ১ কোটি টাকা পুরষ্কার পাবে রানার্স-আপ দল। ব্যক্তিগতভাবে সেরা পারফর্মারদেরও জন্যও আছে অর্থ। এবারের বিপিএলের ফাইনাল ম্যাচের সেরার পুরষ্কার ৫ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ব্যাটার পাবে ৫ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা বোলারও পাবে ৫ লাখ টাকা।
এছাড়া টুর্নামেন্টের সেরা ফিল্ডার পাবে ৩ লাখ টাকা। আর টুর্নামেন্টের সেরা ক্রিকেটার পাবে ১০ লাখ টাকা। সব মিলিয়ে ফাইনাল শেষে রয়েছে ৩ কোটি ২৮ লাখ টাকার পুরষ্কার। এর আগে লিগ পর্বের ম্যাচগুলোতে ম্যাচ সেরার পুরষ্কার হিসেবে ১ লাখ টাকা করে দেওয়া হয়েছিল। আর প্লে-অফের ম্যাচে ২ লাখ টাকা করে ম্যাচ সেরার পুরষ্কার দেওয়া হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post