স্পোর্টস ডেস্ক:: বিপিএল যেনো ‘বিতর্ক’ নিয়েই চলে। টুর্নামেন্টটি শেষের পর এবার জানা গেলো ‘মেন্টর’ হিসেবে আসা পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদী তার পারিশ্রমিকের টাকা পাননি। চিটাগাং কিংস ‘মেন্টার’ হিসেবে এনেছিলো শহীদ আফ্রিদীকে। তার পারিশ্রমিকের এক লাক ডলারের মধ্যে দেওয়া হয়েছে মাত্র ১৯ হাজার ডলার।
টাকা না পেয়ে ক্ষুব্ধ আফ্রিদী অভিযোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমদকের কাছে। জানিয়েছেন, তার পারিশ্রমিকের টাকা দেওয়ার ব্যবস্থা করতে। তাতেও কাজ না হলে আফ্রিদী পাকিস্তানের রাষ্ট্র প্রধান ও বাংলাদশের রাষ্ট্র প্রধানের কাছেও যাওয়ার হুশিয়ারি দিয়েছেন। দেশের শীর্ষ গণমাধ্যম বিডিনিউজকে এমনটা জানিয়েছেন আফ্রিদী।
খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়েও জঠীলতা তৈরি করে চিটাগাং কিংস। নির্ধারিত সময়ে টাকা পাননি অনেক ক্রিকেটার। এনিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়। এবার জানা গেলো, ঘটা করে আনা মেন্টরের টাকাও পরিশোধ করেনি ফ্র্যাঞ্চাইজিটি। শহীদ আফ্রিদী বিডিউনিজকে বলেন, “আমার সঙ্গে চুক্তি ছিল ১ লাখ ডলারের। কথা ছিল, বাংলাদেশে পা রাখার পর ৫০ হাজার ডলার দেওয়া হবে, টুর্নামেন্ট চলার সময় বাকি ৫০ হাজার দেবে। কিন্তু আমাকে মোটে ১৯ হাজার ডলার দেওয়া হয়েছে। ‘কালকে দেব’, ‘দুই দিন পর দেব’- এসব বলে বলে বারবার ঘোরানো হয়েছে। চুক্তি অনুযায়ী সব দায়িত্ব আমি পালন করেছি। টাকা দেওয়া হয়নি। সামিরের আচরণে হতবাক হয়ে গেছি। এমন কিছু আশা করিনি।”
দুই দেশের রাষ্ট্র প্রধানদের জানাবেন জানিয়ে আফ্রিদী বলেন, “টুর্নামেন্টের মাঝপথে আমি একটা কাজে দেশে ফিরে আসি। সামিরের সঙ্গে কথা ছিল, ১৯ জানুয়ারি ফিরে যাব বাংলাদেশে। কিন্তু বারবার যোগাযোগ করার পরও তারা আর টিকেট পাঠায়নি। এখন তো সামিরের সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছি না। দুই-তিন দিন আগে এটা আমি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিত জানিয়েছি। প্রয়োজন হলে আমাদের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধান উপদেষ্টাকেও লিখব।”
এসএনপস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০