নিজস্ব প্রতিবেদক:: বিপিএলের একাদশতম আসর নানা কারণে বেশ ‘বিতর্কিত’ ছিলো। খেলোয়াড়দের পারিশ্রমিক থেকে শুরু করে ফিক্সিং সন্দেহ সবই ছিলো। তবে এতসব কিছু ছাড়িয়ে দর্শক উপস্তিতিতে ‘রেকর্ড’ গড়েছে বিপিএল। তাতে ‘রেকর্ড’ পরিমাণ আয়ও করেছে বিসিবি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের এবারের আসর থেকে বিসিবি আয় করেছে ১৩ কোটি টাকা।
আগের কোনো বিপিএলে এই বিপুল পরিমাণ টাকা আয় করতে পারেনি ক্রিকেট বোর্ড। আগের আসরগুলোতে টিকিট বিক্রি হতো তৃতীয় পক্ষের মাধ্যমে। অফলাইনে। বিসিবি এবার নিজেদের উদ্যোগে অনলাইনে টিকিট বিক্রির উদ্যােগ নেই। তাতেই বোর্ডের এই বিশাল আয় হয়েছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো টিকিট বিক্রি ১৩ কোটি টাকা ছুঁয়েছে।
যদিও বিপিএলের শুরুতে টিকিট বিক্রি নিয়ে কিছুটা জঠীলতা তৈরি হয়েছিলো। তবে সময়ের সাথে সাথে সেই জঠীলতা কাটিয়ে উঠে বোর্ড। দর্শক উপস্থিতিও ব্যাপক বাড়ে। ঢাকা, সিলেট ও চিটাগাং তিন ভেন্যুতেই দেখার মতো ছিলো দর্শক উপস্থিতি।
ক্রিকেট বোর্ড এবারের বিপিএলের ৬০ শতাংশ টিকিট বিক্রি করেছে অনলাইনে। যার অর্থ সরাসরি বিসিবির কোষাগারে জমা হয়েছে। দর্শক উপস্থিতি দেখে ক্রিকেট বোর্ড ফাইনাল ম্যাচের টিকিটের দাম বাড়িয়ে দেয়। তাতেও কমেনি দর্শের আগ্রহ। ফাইনালের জন্য ৬ হাজার টিকিট ছিল বিসিবির স্টেকহোল্ডারদের জন্য, বাকি ১৬ হাজার টিকিট অনলাইন, ব্যাংক ও বুথের মাধ্যমে বিক্রি করা হয়।
বিপিএলের এর আগের আসরগুলোতে টিকিট বিক্রি থেকে বিসিবির আয় হতো চার কোটি টাকার মতো। আয় বাড়াতে এবার বিসিবির পক্ষ থেকে কমিটি গঠন করে টিকিট বিক্রির উদ্যোগ নেওয়া হয়। আর তাতেই মিলে এমন সাফল্য। এক লাফে টিকিট বিক্রির আয় ১৩ কোটিতে গিয়ে ঠেকেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০