স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের পর্দা উঠতে বাকি আর মাত্র তিন দিন। আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়ানোর কথা রয়েছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটির। এর আগে টিকিট মূল্য প্রকাশ করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি আসন্ন বিপিএলের টিকিট মূল্য প্রকাশ করেছ।
ঢাকা পর্বে টিকিটের সর্বোচ্চ দাম ধরা হয়েছে ২৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে এই পরিমাণ অর্থ খরচ করতে হবে দর্শকদের। ভিআইপি গ্যালারির টিকিট পাওয়া যাবে ১৫০০ টাকায়। ক্লাব হাউজের টিকিটের দাম ৮০০ টাকা। গ্যালারির উত্তর এবং দক্ষিণ স্ট্যান্ডের দাম সমান, ৪০০ টাকা। সবচেয়ে কম খরচে খেলা দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ডে। গ্যালারির এই অংশে বসে ২০০ টাকা দিয়ে খেলা দেখা যাবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post