বিপিএলের ড্রাফটে হাজির সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী

0
77

নিজস্ব প্রতিবেদকঃ শুরু হয়েছে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ২০২৩ এর প্লেয়ার্স ড্রাফট। যেই ড্রাফটে ৩৯৭ জন বিদেশি ক্রিকেটার দল পাবার জন্য নিবন্ধিত হয়েছেন। বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে হচ্ছে এই ড্রাফট। যেখানে হাজির বিপিএলের নবম আসরের সকল ফ্র্যাঞ্চাইজি মালিক, কোচ ও আইকন ক্রিকেটাররা।

বিপিএলের আগামী আসরে সিলেট স্ট্রাইকার্সের আইকন ও অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাশরাফী বিন মোর্ত্তজা। এছাড়া বিদেশি ক্রিকেটারের মধ্যে পাকিস্তানের মোহাম্মদ আমির, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা আগেই নাম লিখিয়েছেন এই দলে।

বুধবার ড্রাফট থেকে দেশি-বিদেশি ক্রিকেটার দলে নেবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সিলেট স্ট্রাইকার্সের টেবিলে উপস্থিত আছেন দলটির অধিনায়ক মাশরাফী। এছাড়া প্রধান কোচ রাজিন সালেহও আছেন ড্রাফটে। বাংলাদেশ দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল আছেন নবাগত এই ফ্র্যাঞ্চাইজির ম্যানেজারের ভূমিকায়। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হাসিবুল হোসেন শান্ত।

ড্রাফটের বাইরে থেকেও সরাসরি দেশি এবং বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করার সুযোগ পায় ফ্র্যাঞ্চাইজিগুলো। যেই সুযোগে ইতোমধ্যেই একাধিক ফ্র্যাঞ্চাইজি তাদের দলের ভিড়িয়েছে বেশ কিছু তারকা ক্রিকেটারকে। যেই তালিকায় দেশি ক্রিকেটারের পাশাপাশি বিদেশি ক্রিকেটারও আছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here