স্পোর্টস ডেস্ক: সিলেটের ক্রিকেটার এনামুল হক জুনিয়র। বাঁহাতি এই স্পিনারের ভাগ্যে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের দল জুটেনি। অথচ দেশের প্রথম টেস্ট জয়ের এই নায়ক বিপিএলের গত আসর গুলোতে বল হাতে ছিলেন সফল একজন বোলার।
কিন্তুু তারপরও চতুর্থ আসরে এসে দল বঞ্চিত থাকতে হয়েছে। বিপিএলের গত তিনটি আসরের প্রথম দু’টিতেই ছিলেন দারুণ সফল। কিন্তুু তৃতীয় আসরে এসে্ই যেনো ‘উপেক্ষিত’ হওয়াটা শুরু। সেবার দল চিটাগাং মাত্র তিন ম্যাচ তাকে মাঠে নামিয়েছে।
অথচ এর আগের দু’টি আসরে বল হাতে শাসন করে ছিলেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের হয়ে। প্রথম আসরে ১৫ ম্যাচ খেলে এনাম নিয়েছেন ১৮ টি উইকেট, ধারাবাহিকতায় বজায় রেখে দ্বিতীয় আসরে ১৩ টি উইকেট। তবুও বিপিএলের চতুর্থ আসরে দল মিলেনি তার।
প্রথম শ্রেণীর ক্রিকেটে গত মাসেই খেলে ছিলেন সর্বশেষ ম্যাচ। চট্টগ্রামের বিপক্ষে সিলেটের হয়ে সবশেষ ম্যাচেই নিয়েছেন ৪টি উইকেট। এসব কোন পরিসংখ্যানই যেনো বিপিএলের ফ্র্যাঞ্চাইজির স্বত্ব পাওয়া মালিকদের চোখে লাগেনি। ফলে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেও বিপিএলে দর্শকই হয়ে থাকতো হচ্ছে তাকে।
অথচ এই এনামেই প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়ে ছিলো বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজে পরপর তিন ইনিংসে নিয়েছিলেন ১৮ উইকেট। বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট ম্যাচ এবং সিরিজ জিতেছিলো।
প্রথম টেস্ট জয়ের সেই রাজপুত্রকে যেমন ভুলে গেছেন ক্রিকেট কর্তারা তেমনি এড়িয়ে চললেন বিপিএলের দলগুলোর স্বত্ব পাওয়া মালিকরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/খে/০০