নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। এই তারকা ক্রিকেটার বিপিএলে নিজের শততম ম্যাচ খেলতে নেমেছেন। যেই রেকর্ড কিনা নেই অন্য আর কোনো ক্রিকেটারেরই।
সিলেট স্ট্রাইকার্সের হয়ে এবারের বিপিএল মাতাচ্ছেন মুশফিক। সেই সিলেট মঙ্গলবার খেলতে নেমেছে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে। আর ম্যাচটি খেলছেন মুশফিক। আর এতেই গড়ে ফেলেছেন নতুন মাইলফলক। বিপিএলের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে শততম ম্যাচ খেলার মাইলফলক গড়েছেন।
এখন পর্যন্ত বিপিএলের একটি আসরও মিস দেননি মুশফিক। শুরু থেকেই খেলে আসছিলেন। এর মধ্যে ৮৪ ম্যাচে করেছেন বিভিন্ন দলের অধিনায়কত্ব। বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক। ৯৯ ম্যাচে প্রায় ৪০ ছুঁইছুঁই গড়ে করেছেন ২৫৮২ রান।
বিপিএলে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলা ক্রিকেটার
১। মুশফিকুর রহিম- ১০০ ম্যাচ
২। এনামুল হক বিজয়- ৯৬ ম্যাচ
৩। মাশরাফী বিন মোর্ত্তাজা- ৯৫ ম্যাচ
৪। ইমরুল কায়েস- ৯৪ ম্যাচ
৫। মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান- ৯৩ ম্যাচ
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post