স্পোর্টস ডেস্ক:: তৌহিদ হৃদয়। ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই পারফর্ম করছিলেন। সদ্য সমাপ্ত বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুর্দান্ত ব্যাট করেছেন। টুর্নামেন্টের টপ স্কোরারদের তালিকায় ছিলেন সেরা দুইয়ে। বিপিএল চলাকালেই তাকে জাতীয় দলে নেওয়া নিয়ে আলোচনা হচ্ছিলো।
ইংল্যান্ড সিরিজের ওয়ানডে দলেও ডাক পান হৃদয়। টি-২০ ক্রিকেটে পারফর্ম করে ওয়ানডে দলে ডাক, এ নিয়েও বেশ সমালোচনা হচ্ছিলো। তবে এবার নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন, বিপিএলের পারফর্ম দেখে হৃদয়কে জাতীয় দলের স্কোয়াডে নেওয়া হয়নি। গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে হৃদয়কে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
জাতীয় দলের ক্যাম্পে শুক্রবার ম্যাচ প্রেকটিসেও দুর্দান্ত ব্যাটিং করেছেন হৃদয়। তার আগে প্রস্তুতি ম্যাচেও দারুণ ব্যাটিং করেন। নির্বাচক সুমন বলেন, ‘এই ছেয়ে (তৌহিদ হৃদয়) রান করছে প্রথম শ্রেণী ও লিস্ট ‘এ’ ক্রিকেটে। এমন না যে শুধু বিপিএলে এসেই সব রান করেছে, তা কিন্তুু না। অনেকেই মনে করছে বিপিএলের পারফরম্যান্স খুব বেশি চোখে পড়েছে, অবশ্যই চোখে পড়েছে বিপিএলের পারফরম্যান্স। এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করেছে। কিন্তুু বিপিএলে যেমন ব্যাটিং করেছে সে, নরমালি হৃদয় কিন্তুু এমন ব্যাটিং করে না।’
বিপিএল নয়, শেষ দুই বছরের পারফর্ম বিবেচনায় ছিলো জানিয়ে হাবিবুল বাশার সুমন আরো বলেন‘প্রথম শ্রেণি বা অন্য জাযগায় ডিফারেন্ট ব্যাটিং করেছে। আমরা সবকিছু নিয়েই চিন্তা করেছি শুধু বিপিএল না। বিপিএল ছিল মাত্র তবে শেষ দুই বছরের পারফর্মটা মাথায় ছিল। সেটা নিয়েই আলোচনা হয়েছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00