নিজস্ব প্রতিবেদক:: বিপিএলের পারিশ্রমিক নিয়ে এতটা লজ্জাজনক কাজ আগে কখনো হয়নি। বারবার খেলোয়াড়ের চেক দিচ্ছে ফ্র্যাঞ্চাইজি, সেই চেক বাউন্সও হচ্ছে। টাকা না পেয়ে বিদেশী ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছেন। দেশি-বিদেশী ক্রিকেটাররা অনুশীলন বাতিল করেছেন।
এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও স্বীকার করছে সেই দায়। বিসিবির কর্তারা মেনে নিয়েছেন, তারা আর ভালভাবে যাচাই-বাছাই করে দল দিতে পারতেন। তাহলে হয়তো এতো কিছু হতো না। রাজশাহীর মালিকদের এমন কাণ্ডের পর বিসিবি কড়া নজর রাখছে ফ্র্যাঞ্চাইজিটিতে। বোর্ড আশা করছে, শীঘ্রই ফ্র্যাঞ্চাইজি মালিকরা সব সমস্যা মিটিয়ে ফেলবেন।
২৮ জানুয়ারি ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা হোম অব ক্রিকেটে বিপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে বেঠক করেছেন। সেখানে রাজশাহীকে নিয়েও বেশ আলোচনা হয়েছে। ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, রাজশাহীকে তারা নজরে রাখছেন।
রাজশাহীকে নিয়ে বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘তাদের সাথেই বেশি আলাপ হয়েছে যারা একটু পিছিয়ে আছে বা বেশ খানিকটা পিছিয়ে আছে। তাদের কিছুটা সময় দিয়েছি কমিটমেন্ট ফুলফিল করার জন্য। তাদের আমরা নজরে রাখব প্রতি মুহূর্তে, কমিটমেন্ট কতখানি রাখছে, তাদের যতটা সম্ভব চাপে রাখার চেষ্টা করা।’
দুর্বার রাজশাহীর উপর এখন আর বিসিবির আস্থা নেই। সে কারণেই ফ্র্যাঞ্চাইজিটিকে নজরে রাখা হচ্ছে জানিয়ে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আস্থা কম বলেই প্রতি মুহূর্তে ওদের নজরদারিতে রাখছি। মোটামুটি কমিটমেন্ট রাখলে এত উদ্বিগ্ন হতে হতো না।’
বোর্ডের দায় স্বীকার করে তিনি আরো বলেন, ‘ওরা কীভাবে কী করবে, সামর্থ্য কতটুকু এগুলো আরও স্পষ্ট হতে পারতাম চেষ্টা করলে। কোনো ফ্র্যাঞ্চাইজি দল নিতে আগ্রহী হয়ে এমন পরিস্থিতি হবে এটা কেউই আশা করিনি। বোর্ডের দায় তো আছেই। আমরা বলতে পারি না অন্য কারও দায়। দায়িত্ব আমাদের নিতেই হবে। আরও ভিন্নভাবে জিনিসগুলো দেখতে পারতাম। কিছু ঘটনা একেবারেই অপ্রত্যাশিত। তবে দায় নিতেই হবে।’
তিনি বলেন, ‘প্রস্তুতির জন্য যতটুকু সময় দরকার ছিল ততটুকু সময় ছিল না। এটা সবাইকে মানতেই হবে। একেবারে শুরুতে আদৌ করতে পারব কি না এটা নিয়েও শঙ্কা ছিল। যতটুকু দেখার প্রয়োজন ছিল করতে পারিনি। সেই ব্যর্থতা আমাদের। যে পরিস্থিতিতে টুর্নামেন্ট করতে হয়েছে আশা করি সবাই মনে রাখবেন। এরপর ভালো একটা মডেল সামনে রেখে যাব। যারা আসবে তারা যেন রিয়েল হাউজ হয়। বিপিএলে অংশ নেওয়ার যোগ্যতা রাখে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০