স্পোর্টস ডেস্ক: প্রতি বারের মত এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের উদ্বোধনী কনসার্ট থাকছে না। ইংল্যান্ড সিরিজ নিয়ে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা ব্যস্ত থাকায় কনসার্ট ছাড়াই আগামি ৪ নভেম্বর মাঠে গড়াবে বিপিএলের ৪র্থ আসর।
তবে দর্শকের হতাশ হওয়ার কোন কারণ নেই। বিপিএলের প্রতি ম্যাচেই থাকছে কনসার্ট। দেশের নামকরা শিল্পী, ব্যান্ডদের আয়োজনে প্রতি ম্যাচের ইনিংস বিরতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, থাকবে আতশবাজি। বিসিবির কর্মকর্তারাই এমনটি নিশ্চিত করেছেন।
গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল। বিপিএলের এবারের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে তিনি বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠান করতে যে সময়ের প্রয়োজন সেটা ইংল্যান্ডের সিরিজের জন্য আমরা পাচ্ছি না। সিরিজ নিয়ে ব্যস্ত থাকায় আমরা ভারতের শিল্পীদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আপনারা জানেন ইংল্যান্ড সিরিজ দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ায় আমাদর খুবই ব্যস্ত সময় কেটেছে তাই যোগাযোগের করার সময়ই পাইনি।’
সােহলে বলেন,, ‘দর্শকদের বিনোদনের জন্য নতুন একটি বিষয় যোগ করছি, সেটা হলো কনসার্ট। দুই ম্যাচের মাঝখানে যে সময়টা থাকবে তখন দেশের বিভিন্ন সংগীত শিল্পীরা মাঠের পাশে মঞ্চে সংগীত পরিবেশন করবেন। এখানে থাকবেন ক্লোজ আপ ওয়ান, চ্যানেল আই সেরা কণ্ঠ থেকে উঠে আসা সংগীত শিল্পীরা। কোনোদিন আবার থাকবে মাকসুদ, চিরকুট, ওয়ারফেজের মতো ব্যান্ডের গান।’
প্রতিদিনের ম্যাচ শেষে রাতে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আতশবাজীর ব্যবস্থা থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।
একই সাথে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে দর্শকদের জন্য বাইরের শিল্পী দিয়ে একটি ‘সেমি-কনসার্টের’ আয়োজনের কথাও জানান শেখ সোহেল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০