বিপিএলের প্রথম দিন কেড়ে নিলো বৃষ্টি

0
18

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের যাত্রাটা শুভ হলো না। ধুম-ধারাক্কার চার-ছক্কার ব্যাটিং দেখতে মাঠে আসা দর্শকরা বৃষ্টিতে ভিজে ফিরে গেছেন মলিন মুখে। দিনের দু’টি খেলার কোনটাই হতে দেয়নি বেরসিক বৃষ্টি।

বিপিএল চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচে দুপুর আড়াইটায় মুখোমুখি হওয়ার কথা ছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস। কিন্তুু বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি খেলা। বিকাল ৪টা ৫৫ মিনিটে আম্পায়াররা দিনের প্রথম ম্যাচ পরিত্যাক্ত ঘোষনা করেন।

একই ভাগ্য বরণ করতে হয়েছে দিনের দ্বিতীয় ম্যাচকেও। প্রথম ম্যাচের মতই সন্ধ্যা ৭ টার দ্বিতীয় ম্যাচটি আম্পায়াররা পরিত্যাক্ত ঘোষনা করেন। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স ও খূলনা টাইটানস মুখোমুখি হওয়ার কথা ছিলো।

শুক্রবার দুপুর থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামে পড়তে শুরু করা গুঁড়িগুঁড়ি বৃষ্টিই শেষ পর্যন্ত কাল হলো। বৃষ্টি থামেনি এক মুহ‍ূর্তের জন্যও। আর তাতে কুমিল্লা-রাজশাহীর মতো পয়েন্ট ভাগাভাগি করলো রংপুর-খুলনা। রাত ৯টা ২৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে ম্যাচ বাতিলের ঘোষণা দেন ম্যাচ রেফারি।

সন্ধ্যার পর মাঠকর্মীরা পিচ কাভার তোলার চেষ্টা চালালে ম্যাচকে ঘিরে আশা জাগে। কিন্তু মিনিট পার না হতেই মাঠকর্মীরা আবার কাভারে মুড়িয়ে দেন পুরো মাঠ।‍ তখনই আসলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়!

আগামিকাল শনিবার বিপিএলের দু’টি ম্যাচ অনুষ্টিত হবে। দুপুর দুইটায় মুশফিকুর রহিমের বরিশাল বুলস খেলবে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংসের বিপক্ষে। একই দিন সন্ধ্যা সাতটায় দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here