স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের চতুর্থ আসরের প্রথম সেঞ্চুরিয়ান সাব্বির রহমান। রাজশাহী কিংসের এই মারকুটে ব্যাটসম্যান মুশফিকুর রহিমেনর বরিশাল বুলসের বিপক্ষে আজ মিরপুরে শতক হাঁকান।
মুশফিকের ৮১ রানের নান্দনিক ইনিংসে বরিশাল বুলসের ১৯২ রানের জবাবে ব্যাট করছে রাজশাহী কিংস। মুশফিকের বড় সংগ্রহের জবাবে রাজশাহীর সাব্বির শতক হাঁকিয়েছেন। ৫৩ বলে বিপিএলের প্রথম সেঞ্চুরি তুলে নেন সাব্বির রহমান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাব্বির রহমান ৫৭ বলে ১১৫ রানে ব্যাট করেছেন। রাজশাহীর সংগ্রহ ১৫ ওভারে চার উইকেটে ১৫০ রান।
বিপিএলের চতুর্থ আসরের সর্বোচ্চ স্কোর দেখা গেলো আজ মিরপুরে। আগে ব্যাট করে বরিশাল বুলস ১৯২ রান সংগ্রহ করেছে। মুশফিক-নাফিস হাঁকিয়েছেন অর্ধশতক।
এটাই বিপিএলের এ আসরের সর্বোচ্চ স্কোর। রাজশাহীকে জিততে হলে এবার সর্বোচ্চ দলীয় স্কোর করেই জিততে হবে।
তবে সর্বোচ্চ দলীয় স্কোর তাড়া করতে নেমে ভালো শুরু করতে পারেনি রাজশাহী কিংস। ইনিংসের প্রথম ওভারেই বিদায় নেন রকিবুল হাসান।
টস হেরে বরিশালের হয়ে ব্যাটিং শুরু করেন দিলশান মুনাবেরা এবং ডেভিড মালান। শুরুর ওভারেই বিদায় নেন মুনাবেরা। ফরহাদ রেজার করা ইনিংসের তৃতীয় বলেই উমর আকমলের তালুবন্দি হন তিনি।
পঞ্চম ওভারে আবারো বরিশালের ব্যাটিং লাইনআপে আঘাত হানেন ফরহাদ রেজা। ফিরিয়ে দেন আরেক ওপেনার ডেভিড মালানকে। উইকেটের পেছনে সোহানের গ্লাভসবন্দি হওয়ার আগে তিনি ১১ বলে করেন ১৩ রান। দলীয় ২১ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বরিশাল।
এরপর জুটি গড়েন দুর্দান্ত ফর্মে থাকা শাহরিয়ার নাফিস এবং দলপতি মুশফিকুর রহিম। ম্যাচের ১৪তম ওভারে চতুর্থ বলে দলীয় শতক আসে বরিশালের। এই জুটি থেকে ৭১ বলে আসে ১১২ রান। ইনিংসের ১৬তম ওভারে বিদায় নেন নাফিস। দুর্দান্ত খেলে ৪৪ বলে চারটি চার আর চারটি ছক্কায় তিনি করেন ৬৩ রান। উইকেটের পেছনে স্যামির বলে সোহানের গ্লাভসবন্দি হন তিনি। দলীয় ১৩৩ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় বরিশাল। এবারের বিপিএলে তৃতীয় ম্যাচ খেলতে নেমে দুটি অর্ধশতক হাঁকান নাফিস। নিজের দ্বিতীয় ম্যাচে অপরাজিত ছিলেন বরিশালের এই ব্যাটসম্যান। প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে করেছিলেন ৫৫ রান।
মুশফিকুর রহিম রাজশাহীর বোলারদের শাসন করে অপরাজিত থাকেন ৮১ রানে। তার ৫২ বলের ঝড়ো ইনিংসে ছিল ৫টি চার আর ৪টি ছক্কার মার। শেষ দিকে মুশফিকের সঙ্গে উইকেটে থাকা থিসারা পেরেরা তিন ছক্কায় করেন ১১ বলে ২৪ রান। এ জুটি থেকে আসে ২৪ বলে ৫৯ রান।।
রাজশাহীর হয়ে ফরহাদ রেজা সর্বোচ্চ ২টি উইকেট পান।