বিপিএলের প্লে-অফে থাকছে ডিআরএস, ঢাকায় টেকনিশিয়ানরা

0
56

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নবম আসরের শুরু থেকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেম। আসরে আশ্বাস দিয়েও শেষ মূহুর্তে ব্যবস্থা করা যায়নি এই আধুনিক প্রযুক্তি। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

ডিআরএসের বিকল্প হিসেবে এডিশনাল ডিসিশন রিভিউ সিস্টেম (এডিআরএস) ব্যবহার করা হয়। তবে সেটাতেও বিতর্ক লেগে যায়, বিভিন্ন কারণে। অস্পষ্ট হওয়ায় অনেক সিদ্ধান্ত নিয়ে ক্ষোভও তৈরি হয়। যদিও বিপিএল শেষের দিকে খানিকটা কমে এসেছে।

এছাড়া মিলেছে নতুন আশার আলোও। বিপিএলের প্লে-অফে থাকছে ডিআরএস ব্যবস্থা। শেষ চার ম্যাচের জন্য ডিআরএস চালু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে জনবল সঙ্কটের জন্য ডিআরএস ব্যবহার করা যায়নি, সেই জনবলও এসে পড়েছে ঢাকায়।

হক আই কোম্পানির বিদেশি টেকনিশিয়ানরা ইতিমধ্যে এসে পৌঁছেছেন ঢাকায়। বৃহস্পতিবার তাদেরকে মিরপুরের শের-ই বাংলায় দেখা যায়। মূলত তারা এসেছেন বিগ ব্যাশ শেষ করে। আর ডিআরএসের জন্য প্রয়োজনীয় সকল সরঞ্জাম আগে থেকেই আছে হোম অব ক্রিকেটে।

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিপিএলের প্লে-অফ। আর সেখান থেকেই দেখা মিলবে ডিআরএসের। চার ম্যাচের ডিআরএসের ব্যবস্থাপনার জন্য বিসিবিকে প্রায় ৬৫ লাখ টাকা খরচ করতে হচ্ছে। প্রতি ম্যাচের জন্য ১৬ হাজার মার্কিন ডলার বা ১৬ লাখ টাকার মতো খরচ আছে। যদি পুরো আসরে ডিআরএস ব্যবস্থা করা হতো, তাহলে প্রায় সাড়ে ৭ কোটি টাকা খরচ হতো বিসিবির।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here