বিপিএলের শুরুতেই ‘বির্তক’, রংপুর রাইডার্সের মালিক কে?

0
30

স্পোর্টস ডেস্ক: আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসর। গত তিনটি বিপিএলেই ‘বিতর্ক’ হয়েছে। হয়েছে নানা সমালোচনা। এবার সবাই আশা করছিলেন সুন্দর একটি বিপিএল আয়োজন হবে।

অথচ বিপিএলের খেলা মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে গেছে ‘বিতর্ক’। একটি দলের মালিকানা দাবি করেছেন দু’জন। আর মালিকানাটা দ্বদ্ধটি লেগেছে রংপুর রাইডার্সে।

বিপিএল শুরুর ঠিক আগ মুহুর্তে এমন ঘটনায় বিপাকে পড়েছেন ক্রিকেটাররা। তাদের পারিশ্রমিক নিয়ে দেখা দিয়েছে নানা জঠীলতা। বাধ্য হয়েই আগের মতই মধ্যস্থতায় নামতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

জানা গেছে, মনজুর অালম নামের এক ব্যাবসায়ী কাগজ পত্র দেখিয়ে নিজেকে রংপুর রাইডার্সের মালিক দাবি করছেন, অন্যদিকে দলের দায়িত্বে শুরু থেকে যিনি আছেন মিজানুর রহমান তিনি নিজেকে দলের চেয়ারম্যান এবং মালিক বলে দাবি করছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/টিভি/মি/০০/১০৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here